পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদনে দ্বিমত পোষণ করলেন কলকাতা হাইকোর্টের ২ বিচারপতি। এর ফলে ফের মামলা চলে যাবে প্রধান বিচারপতির কাছে। প্রধান বিচারপতি নতুন বেঞ্চ গঠন করে সেখানে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ফলে আপাতত বিশ বাঁও জলে পার্থর জেলমুক্তি।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডে নয়া সূত্রের খোঁজে CBI, তলব এক পুলিশ অফিসারকে, তদন্ত এবার কোন পথে?
পড়তে থাকুন - কসবা কাণ্ডের তদন্তে নয়া মোড়, সুশান্ত 'খুনের ছক' কষেছিল জেল ফেরত এক খুনের আসামি!
বুধবার ছিল সিবিআইয়ের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়দান প্রক্রিয়া। রায় সামনে এলে দেখা যায় বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তাঁর রায়ে ১০ জন আবেদনকারীকেই জামিন দিয়েছেন। উলটো দিকে বিচারপতি অপূর্ব সিংহ রায় ১০ জনের মধ্যে ৫ জনের জামিনে সহমতি জানালেও পার্থ চট্টোপাধ্যায়, কল্যাণময়, অশোক, শান্তিপ্রসাদ, সুবীরেশ ভট্টাচার্জের জামিনের আবেদন নাকচ করেছেন।
আরও পড়ুন - ‘হিন্দুরা সংখ্যায় কম হলে কী হতে পারে তার বেলডাঙা তার প্রকৃষ্ঠ উদাহরণ’
আইনজ্ঞরা বলছেন, এই পরিস্থিতিতে মামলা ফেরত চলে যাবে প্রধান বিচারপতির কাছে। এর পর তিনি ১ বা ৩ বিচারপতির একটি বিশেষ বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চে হবে মামলার ফয়সলা। এদিন আদালতের নির্দেশের ফলে যে ৫ জনের জামিনের ব্যাপারে ২ বিচারপতি সহমত হয়েছেন তাদের বিরুদ্ধে অন্য কোনও মামলা বকেয়া না থাকলে তাঁরা জেল থেকে মুক্তি পাবেন।
২০২২ সালের ২২ জুলাই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর থেকে ২ বছরের বেশি সময় জেলবন্দি রয়েছেন তিনি।