বাংলা নিউজ >
বাংলার মুখ > Howrah-Shibpur Clash on Friday: রামনবমীর হিংসার রেশ শুক্রেও, অশান্তি ছড়াল হাওড়ায়, চলল ইটবৃষ্টি
Howrah-Shibpur Clash on Friday: রামনবমীর হিংসার রেশ শুক্রেও, অশান্তি ছড়াল হাওড়ায়, চলল ইটবৃষ্টি
Updated: 31 Mar 2023, 03:39 PM IST Abhijit Chowdhury
হাওড়ার শিবপুরে রাম নবমীর মিছিলে হিংসার রেশ থাকল শুক্রবার সকালেও। বৃহস্পতিবার সন্ধ্যার পর শুক্রবার সকালেও উত্তেজনা ছড়ায়। এদিবন ইটবৃষ্টি হয় শিবপুরে। এতে জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। এদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পাল্টা লাঠিচার্জ করে পুলিশ।