গরু পাচার মামলায় সদ্য জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। তাঁর জামিনের খবর সামনে আসতেই বীরভূমে মিষ্টি বিতরণ থেকে খাসির মাংসের ভুরিভোজের দৃশ্য দেখা গিয়েছে। তাঁর অনুগামীরা অনেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। এদিকে, অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে এবার মুখ খুললেন কলকাতার মেয়র, রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের দাপুটে নেতা ফিরহাদ হাকিম।
অনুূব্রত মণ্ডলের জামিন নিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘ ও বীরভূমের বাঘ, বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম, বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না। খাঁচায় যখন বাঘ আটকে থাকে, তখন শিয়ালরা, হায়নারা হউ-হউ করে। কারণ বাঘ ভেতরে আছে বলে, সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাজ তুলে পালায়।’
এদিকে, অনুব্রত মণ্ডলের জামিনের খবর তাঁর গড় বীরভূমে পৌঁছতেই সেখানে তাঁর অনুগামীদের মধ্যে খুশির হাওয়া। বীরভূমের নানুরের থুপসার অঞ্চলের আতকুলা গ্রামে খাসির মাংস খাওয়ানো হয়েছে প্রায় ৪০০ জন গ্রামবাসীকে। মেন্যুতে সঙ্গে ছিল ভাত, খাসির মাংস, আলুর তরকারি, দই, পাপড়। এর আগে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার জামিনের খবর ছড়াতেও একইভাবে বীরভূমে মাংস-ভাত খাওয়ার আসর দেখা যায়।
উল্লেখ্য, সিবিআইয়ের পর ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। ১৮ মাস ধরে তিনি তিহাড় জেলে বন্দি থাকার পর তিনি সদ্য় শুক্রবার জামিন পান। তবে কবে অনুব্রত মণ্ডল বীরভূমের মাটিতে পা রাখবেন, তার অপেক্ষায় অনুগামীরা। এবার পুজোর আগেই অনুব্রত মণ্ডলের জামিনের খবরে খুশির হাওয়া তাঁর শিবিরে। সামনেই রয়েছে কালীপুজো। অনুব্রত মণ্ডলের কালীপুজোর 'নামডাকও' কম নয়। সেই জায়গা থেকেও বীরভূমে তাঁর অনুগামীদের অধীর অপেক্ষা শুরু হয়েছে।
এদিকে, অনুব্রত মণ্ডলের জামিন নিয়ে মন্তব্য করার সময় ফিরহাদ হাকিম বলেন, তাঁরা অনুব্রত মণ্ডলের জামিনে খুশি। ফিরহাদ বলেন, 'আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে তাঁকে আটকে রাখা হয়েছিল। সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। সে কারণেই তো অরবিন্দ কেজরীবাল থেকে অনুব্রত মণ্ডল, সকলেই জামিন পেলেন। '