বিশ্বজুড়ে প্রায় ৫০,০০০ প্রজাতির মাকড়সা রয়েছে। যদিও বেশিরভাগ মাকড়সা খুব ছোট এবং তাদের বিষ মানুষের জন্য বিপদ ডেকে আনে না। তবে বেশ কিছু মাকড়সার কামড়ে গুরুতর সমস্যা হতে পারে। সেরকমই এক বিরল প্রজাতির মাকড়সার হদিশ মিলল পাহাড়ে। যার প্রজাতির নাম ‘হান্টসম্যান স্পাইডার।’ এই মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন এক যুবক।
আরও পড়ুন: মাত্র ২৮ বছরেই থামল সুর, মাকড়সার কামড়ে মৃত গায়ক
বিশেষজ্ঞদের বক্তব্য, এই ধরনের মাকড়সার কামড়ে মানব শরীরের নার্ভাস সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার জলঢাকা থানা এলাকার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম গদকে। গত শুক্রবার প্রেম কুমার তামাং নামক ওই যুবককে কামড় বাসায় মাকড়সা। তারপরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন বছর ২০-এর ওই যুবক। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
জানা গিয়েছে, ওই যুবক চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। গত শুক্রবার বাড়ি থেকে বেরোনোর জন্য প্যান্ট পড়ছিলেন। মাকড়সাটি প্যান্টের ভিতরেই ছিল। এরপর প্যান্ট পরার সময় সেটি বেরিয়ে যুবকের হাতের আঙুলে কামড়ে দেয়। ঘটনায় মাকড়সার ছবি তুলে নেন ওই যুবক। তবে কামড়ের কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। নিয়ে যাওয়া হয় মালবাজার হাসপাতালে।