আট বছর আগে বিশেষভাবে সক্ষম এক আদিবাসী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ফের ধর্ষণের শিকার হলেন ওই তরুণী। দু'বারই তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও অভিযোগ পুরোপুরি মিথ্যা বলেই দাবি করেছেন যুবক এবং তাঁর পরিবাবের সদস্যরা। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের। অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁর পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: 'গণধর্ষণের পর যৌনাঙ্গে ঢোকানো হয়েছিল বোতল', মিথ্যা অভিযোগ করায় গ্রেফতার মহিলা
পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই নির্যাতিতা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এর আগে যখন ধর্ষণের অভিযোগ উঠেছিল, তখন পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছিল। যদিও পরে জামিনে তাকে মুক্তি দেয় আদালত। তবে এখনও মামলাটি চলছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের ওই যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
পরিবারের দাবি, ব্যক্তিগত প্রয়োজনে তরুণী ঘর থেকে বেরিয়েছিলেন। সেই সময় ওই যুবক তাঁর মুখ চেপে ধরে পাশের একটি ঝোপে টেনে নিয়ে যায়। সেখানেই তাঁকে ধর্ষণ করে। তবে যুবকের স্ত্রী, পরিবার এবং প্রতিবেশীদের একাংশের দাবি, এই অভিযোগ মিথ্যে। কারণ যে সময়ে ধর্ষণ করার অভিযোগ তোলা হচ্ছে, সেই সময় ওই যুবক মাঠে ছিলেন। নিজের জমিতে কাজ করছিলেন। অভিযুক্তের স্ত্রীর দাবি, জমিতে জল নেওয়া তরুণীর পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছিল। সেই কারণে তাঁর স্বামীকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। অভিযুক্তের স্ত্রী জানান, তিনিও পালটা পুলিশে যাবেন।