মহিলাদের পুকুরে স্নান করার ভিডিয়ো তোলার অভিযোগ উঠল যুবকদের বিরুদ্ধে। এই কাজ করতে গিয়ে হাসেনাতে ধরা পড়ে তিন যুবক। তাদের মধ্যে দু'জন বাইকে করে পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। তাকে ইলেকট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরে স্থানীয়রা ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন। ঘটনাটি আসানসোলের সালানপুর থানার অন্তর্গত এথোড়া গ্রামে।
আরও পড়ুন: ক্লাসেই পা ছড়িয়ে বসে ছাত্রীকে পরপর চুমু, শিক্ষকের কীর্তি, দেখুন Video
স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন ধরেই তিন যুবক মহিলাদের পুকুরে স্নান করার ভিডিয়ো রেকর্ডিং করছিল। কিন্তু কোনওভাবেই তাদের ধরা যাচ্ছিল না। শুক্রবারও পুকুরে স্নান করছিলেন কয়েকজন মহিলা। তখন বাইকে করে এসে ওই তিন যুবক তাদের ভিডিয়ো রেকর্ডিং করছিল। সেই সময় স্থানীয়রা তাদের মধ্যে একজনকে ধরে ফেলেন। তবে বাকি দুজন বাইকে করে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবকেরা একটি বেসরকারি কারখানায় কাজ করে। প্রায়ই তারা দলবেঁধে এসে মহিলাদের অশ্লীল ভিডিয়ো রেকর্ডিং করে। মারধর করার খবর পেয়ে সেখানে পৌঁছায় সালানপুর থানার পুলিশ। পরে ক্ষুব্ধ জনতার হাত থেকে যুবককে উদ্ধার করে পুলিশ। তবে ওই যুবককে উদ্ধার করতে গিয়েও বেশ বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয়দের দাবি, কারখানার মালিককে ঘটনাস্থলে আসতে হবে। তার উপস্থিতিতে পুরো ঘটনার বিচার হবে। তবে শেষমেষ স্থানীয়দের বুঝিয়ে তাদের কাছ থেকে যুবককে উদ্ধার করে পুলিশ।