মোট ৫৭৩৯টি আইসিডিএস কেন্দ্র রয়েছে। সব কেন্দ্রগুলিতে প্রতিদিন প্রায় দেড় লক্ষ শিশু এবং প্রসূতিকে রান্না করা খাবার দেওয়া হয়। গর্ভবতী মহিলা এবং শিশুরা এই কেন্দ্র থেকে খাবার পেয়ে থাকে। আইসিডিএস কর্মীদের অভিযোগ, এই কেন্দ্রগুলিতে সরকার সরাসরি চাল, ডাল সরবরাহ করে থাকে।
বাঁকুড়া জেলা পরিষদ।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সবজি ডিমের বিল আটকে রাখা হচ্ছে। সেইসঙ্গে আইসিডিএস কর্মীদের ভাতা আটকে রাখা হয়েছে। এমনই অভিযোগে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিল বাঁকুড়া জেলার আইসিডিএস কর্মীরা। তাঁরা ডিম সবজির বকেয়া বিল মেটানোর পাশাপাশি বকেয়া ভাতা মেটানোর দাবি জানিয়েছেন। এই দাবিতে বাঁকুড়া জেলার শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখালেন আইসিডিএস কর্মীরা। যদিও এই বকেয়া না মেটানোর জন্য কেন্দ্রকে দায়ী করেছে বাঁকুড়া জেলা পরিষদ।
ডাল সরবরাহ করে থাকে। সবজি, ডিম, রান্নার গ্যাসের খরচ শিশুদের মাথাপিছু ৮ টাকা এবং প্রসূতিদের মাথাপিছু ১১ টাকা ধার্য রয়েছে। এই খরচ বাবদ মাসের শেষে অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে টাকা তুলে দেয় জেলা প্রশাসন। কিন্তু, গত তিন মাস ধরে তাদের বকেয়া দেওয়া হচ্ছে না বলে অঙ্গনওয়াড়িদের একটা বড় অংশ অভিযোগ তুলেছেন। এই পরিস্থিতিতে রান্না করতে গিয়ে সমস্যায় পড়েছেন অঙ্গনওয়াড়িরা। তাঁদের দাবি, ক্ষুদ্র ঋণদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নিয়ে তাঁরা কেন্দ্র চালাচ্ছেন। কিন্তু তিন মাস বকেয়া থাকার পাশাপাশি ভাতা বন্ধ থাকায় তাঁরা চরম সমস্যার মধ্যে পড়েছেন।