বৃহস্পতিবার থেকে দেউচা পাঁচামির কাজ শুরু হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বিশ্ববঙ্গ বাণিজ্য় সম্মেলন থেকে এই ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী। আর বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেল তোড়জোড়। এদিকে কাজের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে বলে খবর।
জেলাশাসক বলেন, ব্যাসল্ট প্রথমে তুলতে হবে। আজ থেকে শুরু হয়ে গেল। সরকারি জমিতে কাজ শুরু। জল জমি জঙ্গল নষ্ট করব না।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তর কয়লা ব্লক হতে চলেছে এই দেউচা পাচামি। মহম্মদবাজারের চাঁদা এলাকায় কাজ শুরু হল। বৃহস্পতিবারই জেলা প্রশাসন, জেলা পুলিশের পদস্থ আধিকারিকরা এলাকায় চলে যান। তাঁরা গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন।
এদিকে দেউচা পাচামির কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই বেশ খুশি। স্থানীয়রা সংবাদমাধ্য়মে জানিয়েছেন, খুব খুশি। এখানকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। আমরা খুব খুশি। এখানে স্কুল হবে, হাসপাতাল হবে। আরও মানুষ কাজ পাবেন। আমরা খুব খুশি।
স্থানীয়রাই ব্যাসল্ট তোলার কাজ করবেন। তাঁদের নাম নথিভুক্ত করার উদ্যোগ। বিশাল প্রকল্প। গোটা এলাকার আর্থ সামাজিক পরিস্থিতির বিরাট বদল হয়ে যেতে পারে। এলাকায় একেবারে সাজো সাজো রব।