নিজে কোটি-কোটি টাকা আত্মসাৎ করেছেন। অথচ তাঁকে ফাঁসিয়েছেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা। এমনই অভিযোগ করলেন তাপসে আপ্তসহায়ক প্রবীর কয়াল। সঙ্গে তিনি বলেন, ‘আমি যা টাকা তুলেছি, পুরোটাই তাপস সাহাকে দিয়েছি।’
আর্থিক প্রতারণার মামলায় বুধবার প্রবীরের বাড়িতে তল্লাশি চালায় পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতিদমন শাখার বিশেষ দল। সূত্রের খবর, প্রবীরের বাড়ি থেকে একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে। বাড়িতে তল্লাশির পর প্রবীরকে তেহট্ট থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে বিধায়কের আপ্তসহায়ককে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন রাজ্য পুলিশের দুর্নীতিদমন শাখার বিশেষ দলের আধিকারিকরা।
সেইসময় বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন প্রবীর। সরাসরি বিধায়কের দিকে আঙুল তুলে প্রবীর বলেন, ‘আমায় ফাঁসিয়েছেন তেহট্টের বিধায়ক তাপস সাহা। আর্থিক প্রতারণা করে আমায় জড়িয়ে দিয়েছেন। যা টাকা তুলেছি, পুরোটাই তাপস সাহাকে দিয়েছি।’ সেইসঙ্গে প্রবীর দাবি করেন, তাপস প্রায় ১০ কোটি টাকা লুঠ করেছেন। তবে কত টাকা তুলেছেন, সে বিষয়ে কিছু বলার আগেই তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়।
আরও পড়ুন: ঘণ্টাচারেক ‘উধাও’, কোটি-কোটি টাকা প্রতারণার মামলায় কি গ্রেফতার তৃণমূল বিধায়ক?