ওড়িশায় আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিশেষ করে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকরা সেখানে বেশি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আক্রান্তদের দাবি, ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। কাজের সন্ধানে সেখানে গিয়ে এভাবে নির্যাতন এবং হেনস্থার শিকার হওয়ায় আতঙ্কে বাড়ি ফিরছেন ফিরেছেন বহু পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যেই কয়েকজন বেলডাঙা থানায় অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে পুলিশ জিরো এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানিয়েছেন স্থানীয় বিধায়ক। (আরও পড়ুন: এবার বাংলাদেশকে 'শিক্ষা' দেওয়ার নিদান, নতুন দেশের পক্ষে সওয়াল মুখ্যমন্ত্রীর)
আরও পড়ুন: যৌনরোগ বাড়ছে পরিযায়ী শ্রমিকদের মধ্যে, কাউন্সেলিংয়ে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার তীব্র নিন্দা করেছেন বেলডাঙার বিধায়ক মহম্মদ হাসানুজ্জামান। তিনি জানান, এটা খুবই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানাবেন। অভিযোগ, গত ১৫ এপ্রিল ওড়িশার সম্বলপুরে মুর্শিদাবাদ থেকে ২০ জন পরিযায়ী শ্রমিক রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। কিন্তু, সেখানে কাজে যোগ দেওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা তাঁদের বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, হামলাকারীরা প্রথমে তাঁদের নাম, ঠিকানা জিজ্ঞেস করে। এরপরে তাঁদের মারধর শুরু করে। এমনকী কয়েকজন চাকু, পিস্তল, চেন, লাঠি হাতে নিয়ে শ্রমিকদের আধার কার্ড দেখতে চায়। আধার কার্ড দিলে সেটা না দেখেই ছিঁড়ে ফেলে বলে অভিযোগ। এরপর তাঁদের ক্রীতদাসদের মতো এক লাইনে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে যেতে মারধর নিয়ে যাওয়া হয়। কয়েকজন শ্রমিক বাধা দিলে তাঁদেরকে মারধর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। (আরও পড়ুন: 'হাসিনাকে চুপ রাখতে বললে মোদী আমাকে বলেন...', এবার সত্যিটা মানলেন খোদ ইউনুস)