ফের ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি। আর ফের অবধারিতভাবে যাত্রী ভোগান্তির বড় আশঙ্কা। বালিগঞ্জ-নামখানা শাখায় আগামী শনিবার ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিলের কথা জানানো হয়েছে।নতুন ফুটব্রিজের কাজের জন্যই একাধিক ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। ট্রাফিক ও পাওয়ার ব্লক করে এই ট্রেন বাতিল করা হবে বলে খবর।শনিবার রাত ১১টা ১০ মিনিট থেকে রবিবার সকাল ৮টা ৩৫ মিনিট পর্যন্ত এই ব্রিজের কাজ হবে। তার জেরেই স্থগিত থাকবে ট্রেন চলাচল।যাত্রী সমস্য়া যাতে তুলনায় কম হয় সেকারণেই রাতের দিকে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার বেলা হওয়ার আগেই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হবে বলে সূত্রের খবর।কোন ট্রেনগুলি বাতিল থাকছে?শনিবার বাতিল থাকবে ৩৪৭৫২ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকবে। তবে রবিবার ৩৪৭১৬ শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৭১৩, ৩৪৭১৫, ৩৪৭১৭, ৩৪৭২১ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল, ৩৪৮৮২ সোনারপুর ডায়মন্ডহারবার লোকাল, ৩৪৮৯১ ডায়মণ্ডহারবার বারুইপুর লোকাল, ৩৪৩৩২ বারুইপুর লক্ষ্মীকান্তপুর লোকাল, ৩৪৩৩১ লক্ষ্মীকান্তপুর বারুইপুর লোকাল, ৩৪৮৯২ বারুইপুর ডায়মণ্ডহারবার লোকাল বাতিল থাকছে।সব মিলিয়ে ঘণ্টা ২৫ মিনিট ট্রাফিক ও পাওয়ার ব্লক করা থাকবে এই রুটে। এর জেরে বন্ধ থাকবে ট্রেন চলাচল।তবে শনিবার ও রবিবার যাত্রী সংখ্যা তুলনায় কিছুটা কম থাকে। পাশাপাশি রাতের দিকে ফুট ব্রিজের কাজ হবে। সেক্ষেত্রে সমস্য়া অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের একাংশ অবশ্য় নতুন করে ভোগান্তির মেঘ দেখছেন। কিছুদিন আগেই শিয়ালদাতে দুটি ট্রেনের মধ্যে পাশাপাশি ধাক্কার জেরে যাত্রী ভোগান্তি চরমে যায়। ফের ভোগান্তির আশঙ্কা। তবে ফুটব্রিজের কাজেরও প্রয়োজন। সেকারণে সাময়িক সমস্যা হলেও দীর্ঘকালীন ক্ষেত্রে সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন অনেকেই।