সান্দাকফু. ফালুট সহ পাহাড়ের একাধিক পয়েন্টে ফের তুষারপাত। আর সেই খবর শুনেই অনেকেই প্ল্যান করছেন দার্জিলিং যাওয়ার। তবে ১ মার্চ থেকেই দার্জিলিংয়ে টয় ট্রেনের ক্ষেত্রে দুটি বড় বদল আসছে। যাওয়ার আগে সেটা জেনে নিন।
এদিকে স্কুলে স্কুলে চলছে পরীক্ষা। আর পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই গরমের টানা ছুটি। আর সেই ছুটিতে অনেকেই দার্জিলিং যাওয়ার কথা ভাবেন। আর দার্জিলিং মানেই টয় ট্রেন। তবে এবার মার্চের প্রথম থেকেই টয় ট্রেনে কিছু বদল আনা হচ্ছে। মার্চের প্রথম থেকেই টয় ট্রেনের ক্ষেত্রে এই বদল আনা হচ্ছে।
সূত্রের খবর নতুন একটি নির্দেশিকা জারি হয়েছে টয় ট্রেন সংক্রান্ত। সেখানে উল্লেখ করা হয়েছে, দার্জিলিং থেকে নিউ জলপাগুড়িগামী ও নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী টয়ট্রেনের ক্ষেত্রে এসি স্পেশাল কোচ আপাতত বন্ধ রাখা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য় ওই রুটে শীততাপনিয়ন্ত্রিত স্পেশাল এসি কোচের ট্রেন বন্ধ থাকবে। কবে থেকে ফের সেই স্পেশাল কোচ চালু হবে তা জানানো হয়নি। তবে আগামীদিনে এই ধরনের কোচ চালু হলে তা আইআরসিটিসির ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কিন্তু কেন আচমকা এসি স্পেশাল কোচ বন্ধ করা হচ্ছে?