রাজ্যে ফের এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ উঠল। এই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের রেজিনগর থানার অন্তর্গত আন্দুলবেড়িয়া কলোনি এলাকায়। ওই তৃণমূল কর্মীর নাম পতিত পাল। তিনি পেশায় ছিলেন টোটোচালক। শুক্রবার গভীর রাতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি মারা যান। তাঁর পরিবার ও স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে অপহরণ করে মাঠে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল। যার জেরে শেষপর্যন্ত তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগ তুলেছেন তাঁরা।
আরও পড়ুন: মালদায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কী বিপদ!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত ২১ জুলাই। পতিত পাল প্রতিদিনের মতো নিজের টোটো চালিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে মাঠের দিকে তুলে নিয়ে যায়। সেখানে শাবল ও লাঠি দিয়ে মারধর শুরু করে। তাঁর হাত-পা, কোমর ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। পরে এলাকার মানুষ ঘটনাটি দেখে পরিবারকে খবর দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যালে ভর্তি করা হলেও শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বিজেপি ঘনিষ্ঠ কিছু ব্যক্তি পতিত পালের ওপর নজর রাখছিল। নির্বাচনের পর তাঁকে একবার মারধরও করা হয়েছিল। সেই ঘটনায় থানায় অভিযোগও দায়ের হয়। সেই মামলায় অভিযুক্ত এক ব্যক্তি সম্প্রতি সরকারি চাকরি পেলেও পুলিশ ভেরিফিকেশন আটকে ছিল। সেই ভেরিফিকেশন ক্লিয়ার করাতেই চাপ ছিল পতিতের ওপর। অভিযোগ তুলে নিতে বলা হয়। কিন্তু পতিত পাল মামলা তুলতে রাজি না হওয়াতেই তাঁর ওপর ফের আক্রমণ হয় বলে অভিযোগ। পতিতের ভাই জানান, তাঁর দাদাকে দিনের আলোয় তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা পুরনো মামলা তুলে নিতে ভয় দেখাচ্ছিল। শেষে তাঁকে খুন করে। কঠোর শাস্তির দাবি জানান তিনি।