আসানসোলের ইস্কো কারখানায় ভিন রাজ্যের শ্রমিক নিয়োগের বিরোধিতা করে কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূল নেতা। এই হুঁশিয়ারি ঘিরে বিতর্কে জড়িয়েছেন আসানসোল পুরসভার কাউন্সিলর অশোক রুদ্র। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) দেখা গিয়েছে, ইস্কোর প্রশিক্ষণ শিবিরে ঢুকে কর্তৃপক্ষকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ভিন রাজ্যের শ্রমিকদের আর এখানে নিয়োগ করা যাবে না। এটা একেবারেই মেনে নেওয়া হবে না।
আরও পড়ুন:পরিযায়ী শ্রমিক ইস্যুতে BJP নেতাদের গৃহবন্দি করার হুঁশিয়ারি, বিতর্কে TMC নেতা
৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র দাবি করেন, ইস্কো কারখানার সম্প্রসারণ ও আধুনিকীকরণের কাজে দীর্ঘদিন ধরেই স্থানীয় যুবসমাজ উপেক্ষিত। অথচ, বাইরের রাজ্য থেকে শ্রমিক এনে সুযোগ দেওয়া হচ্ছে। তাঁর বক্তব্য, স্থানীয় ছেলেমেয়েরা ধোঁয়ায় টোটো চালাবে আর বাইরের রাজ্যের ছেলেরা চাকরি করবে এটা চলবে না। তৃণমূল কাউন্সিলর জানান, বিহার, উত্তরপ্রদেশ, অসম-সহ বিভিন্ন রাজ্য থেকে শ্রমিক আনার চেষ্টায় তিনি প্রতিবাদ করছেন। অশোকবাবুর এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তাঁর এই অবস্থানকে ‘হুমকির সংস্কৃতি’ বলে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘যোগ্য স্থানীয়রা যাতে চাকরি পান, সেটা নিয়ে আমরাও সরব হব। কিন্তু কেবল ভিন রাজ্য থেকে এসেছে বলেই কাউকে চাকরি দেওয়া যাবে না এই হুমকি বরদাস্ত করা যায় না।’ তাঁর মতে, এই মনোভাবই রাজ্যে শিল্পের পথে বড় বাধা। স্মরণ করিয়ে দেন সিঙ্গুর-টাটার অভিজ্ঞতা। অগ্নিমিত্রার সাফ কথা, এই ধরনের থ্রেট কালচারে ইস্কোকে আরেকটা সিঙ্গুর হতে দেওয়া যাবে না। যদিও অশোক রুদ্র নিজের অবস্থান থেকে একচুলও সরেননি। ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেও তাঁর বক্তব্যে কোনও পরিবর্তন আসেনি। তিনি জোর দিয়েই বলেন, ‘আমরা শুধু চাই স্থানীয় যোগ্যদের যেন অগ্রাধিকার দেওয়া হয়। বাইরের রাজ্য থেকে লোক এনে তাঁদের বঞ্চিত করা চলবে না।’