মিজোরামে রেলের সেতু নির্মাণের সময় দুর্ঘটনায় মারা গিয়েছেন মালদহের ২৩ জন পরিযায়ী শ্রমিক। শুক্রবার তাঁদের দেহ ফিরতেই মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি শুধু দেখায় করেননি পরিবারের সদস্যদের রেলের তরফে ক্ষতিপূরণ তুলে দিয়েছেন। তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যপাল কী এভাবে রেলের হয়ে ক্ষতিপূরণ দিতে পারেন? তাই নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
আরও পড়ুন: মিজোরাম থেকে মালদা, একের পর এক শ্রমিকের দেহ ফিরল গ্রামে, শোকে পরিবারগুলি
এ বিষয়ে মালদহের এক তৃণমূল নেতা বলেন, ‘রাজ্যপাল বিজেপির দূত হয়ে কাজ করছেন। রেলের হয়ে তাই তিনি মৃতদেহ পরিবারকে ক্ষতিপূরণ তুলে দিচ্ছেন।’ রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক রাজ্যপালের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, মিজোরামে রেলের সেতু নির্মাণের সময় দুর্ঘটনা মৃত্যু হয়েছে ওই শ্রমিকদের। তাহলে তো সেক্ষেত্রে রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষতিপূরণ দেওয়ার কথা। যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি রাজ্যপাল। তিনি স্পষ্ট জানিয়েছেন, মৃত্যু নিয়ে কোনও সমালোচনা মূলক মন্তব্য তিনি করবেন না। তিনি মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস এই বিষয়টিকে সমর্থন করেছে। প্রদেশ কংগ্রেস সঙ্গে সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, শুধুমাত্র দেখা করলেই হবে না অনুদান বাড়ানোর জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হবে।