বাড়ি ফরাক্কা থানা এলাকার মহেশপুর পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামে। আজ, বৃহস্পতিবার সালাউদ্দিন নদীতে বন্ধুদের নিয়ে নৌকা ডাঙায় তোলার কাজ করছিলেন। কিন্তু তখন আচমকা বাজ পড়ে। আর ঘটনাস্থলেই সালাউদ্দিনের মৃত্যু হয় বলে খবর। তাঁর তিন সঙ্গীও আহত হয়ে চিকিৎসাধীন। তাঁদের সামশেরগঞ্জের অনুরনগর হাসপাতালে চিকিৎসা চলছে।
বাজ পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু
দুপুর পর্যন্ত হাঁসফাঁস অবস্থা থাকলেও বেলা গড়াতেই আবহাওয়া খেল দেখাতে শুরু করল। জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু আগাম প্রস্তুতি না থাকায় বাইরে ছিলেন বহু মানুষ। আজ, বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বাজ পড়তে থাকে। আর তার জেরে মুর্শিদাবাদে তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। মুর্শিদাবাদে বাজ পড়ে তিনজনের মর্মান্তিক মৃত্যু হওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে? স্থানীয় সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটেছে ভরতপুরের কাগ্রাম এলাকায়। সেখানে মাঠে কাজ করছিলেন পাঁচজন। তখন চারিদিক কালো মেঘে ঢেকে যায়। তীব্র তাপপ্রবাহে কাটানোর পর তাঁরা ভেবেছিলেন একটু বৃষ্টিতে ভিজে নিজেদের শীতল করবেন। কিন্তু শুরুতেই মেঘের গর্জন করতে থাকে। আর হঠাৎই মাঠের উপর বাজ পড়ে। এই বাজ পড়ার জেরে গুরুতর জখম হন পাঁচজন। ওই অবস্থায় তাঁদের সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয়। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আর কী জানা গিয়েছে? হাসপাতাল সূত্রে খবর, এই দুই মৃতদের নাম হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬)। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ওই স্বাস্থ্য কেন্দ্র থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মুর্শিদাবাদ জুড়ে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঝড়বৃষ্টি শুরু হয় মুর্শিদাবাদে। বহরমপুরে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে খবর। ইতিমধ্যেই বাড়ি থেকে দুর্যোগ মাথায় করে বেরতে নিষেধ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। কারণ এই বৃষ্টি আগামীকাল শুক্রবার পর্যন্ত চলবে।