
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দীর্ঘদিন ধরে রাজ্যে বালি ও কয়লা পাচারের টাকা তোলার অভিযোগ করছে বিরোধীরা। এই নিয়ে বারবার সরব হয়েছে বিজেপিসহ অন্যান্য বিরোধী দলগুলি। সে অভিযোগ যে একেবারে অমূলক নয় না ধরা পড়ল হাতে নাতে। ধরলেন আবার শাসকদল তৃণমূলেরই বিধায়ক। ঘটনা পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর। সেখানে বালির টাকা তোলার সময় থানার আইসির গাড়ির চালককে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিধায়ক তপন চট্টোপাধ্যায়।
পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় জানান, ‘আইসির গাড়ির চালক স্থানীয় একটি দোকানে বসে বালির গাড়ি থেকে টাকা তোলে বলে কয়েকজন আমাকে অভিযোগ করেছিলেন। সেই মতো বৃহস্পতিবার হোটেলটিতে গিয়ে দেখি অভিযোগ মিথ্যা নয়। সেখান থেকেই ধরে নিয়ে আসে আইসির চালককে। পুলিশ তাকে আটক করেছে।
সূত্রে খবর পূর্বস্থলী এলাকায় বালির লরি নিয়ে ঢুকতে গেলে আগে গোপালকে ফোনে জানাতে হতো। তারপর গাড়ি পিছু দেড় হাজার থেকে দুই হাজার টাকা দিতে হতো। গোপাল নিজেকে পূর্বস্থলী থানার ডাক মাস্টার হিসেবে পরিচয় দিত।
পুলিশ সুপার জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। অভিযোগ খতিয়ে দেখার ব্যবস্থা হচ্ছে।
জগ
বিজেপির দাবি, তৃণমূলের মধ্যে বখরার রাজনীতির বলি হয়েছেন আইসির গাড়ির চালক। সম্ভবত বালির টাকা বিধায়কের কাছে পৌঁছচ্ছিল না। তাই ডাক মাস্টারকে ধরে এলাকায় নিজের ভাবমূর্তি উন্নত করতে চেয়েছেন বিধায়ক।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports