বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের পুলিশি তলবে হাজিরা না দিতে পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ির বানারহাটে তিরঙ্গা যাত্রায় যোগদান করতে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে একথা বলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, ‘ওই নোটিশটা কুকুরের ল্যাজে বাঁধতে বলুন।’
গত বৃহস্পতিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযানে লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরের দিন আক্রান্ত শিক্ষকদের বিরুদ্ধেই সরকারি সম্পত্তি ভাঙচুর ও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ দায়ের হয় বিধাননগর উত্তর থানায়। রবিবার তলবের চিঠি পাঠানো হয় ৫ শিক্ষককে। সোমবার বেলা ১১টার মধ্যে হাজিরা না দিলে কড়া পদক্ষেপের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে।
চাকরিহারা শিক্ষকদের আন্দোলনের এক নেতা জানান, পুলিশের তলবে শিক্ষকরা হাজিরা দেবেন। তবে কোনও সিদ্ধান্ত তাদের একক নয়। তাই আমরা সবাই তখন থানায় হাজির থাকব। দেখি পুলিশ কী করে। পুলিশ আমাদের গ্রেফতার করে কি না দেখি।
আন্দোলনরত শিক্ষকদের পুলিশি হাজিরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী বলেন, ‘যেতে না করুন। আর ওই নোটিশটা কুকুরের ল্যাজে বাঁধতে বলুন।’
বলে রাখি, গত শুক্রবার শিক্ষকদের ওপর পুুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শনিবার বিকাশ ভবনের সামনে ধিক্কার সভার আয়োজন করেছিলেন আন্দোলনকারীরা। রাতে সেই সভায় হাজির হয়ে শিক্ষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন শুভেন্দুবাবু। সঙ্গে এ-ও বলেছিলেন, আন্দোলন আর আলোচনা একসঙ্গে চলতে পারে না।