পড়ুয়াদের বিনামূল্যে কোচিং দেওয়ার জন্য ঝাড়গ্রাম জেলায় রাজ্য পুলিশের উদ্যোগে অবৈতনিক কোচিং সেন্টার চালু হল। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি করে এই কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহা ঝাড়গ্রাম ব্লকের সাপ ধরা গ্রাম পঞ্চায়েতের প্রণবানন্দ বিদ্যামন্দির থেকে জেলার সব কোচিং সেন্টারের উদ্বোধন করেন। এই কোচিং সেন্টারের নাম দেওয়া হয়েছে ‘দিশা কোচিং সেন্টার’।
এই কোচিং সেন্টারগুলির একটি কোচিং সেন্টার ২৩১ জনকে নিয়ে পথ চলা শুরু করেছে। মূলত পুলিশকর্মীরা এই কোচিং সেন্টারগুলিতে পড়াবেন। পুলিশ সুপার জানান, জেলার অনেক মেধাবী পড়ুয়া রয়েছে যারা অর্থের অভাবে টিউশন পড়তে পারে না। তাদের জন্যই এই কোচিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। তারা বিনামূল্যে কোচিং সেন্টারগুলিতে পড়তে পারবে। ৭৯ টি কোচিং সেন্টারে পড়াবেন ২৪০ জন পুলিশ কর্মী। মূলত যে সমস্ত পুলিশকর্মীদের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর তারাই কোচিংয়ে পড়াবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার।