এই সমবায় নির্বাচনে গোলমালের আশঙ্কা আগে থেকেই ছিল। কিন্তু সেটা শুটআউট পর্যন্ত গড়াবে কেউ ভাবতে পারেননি। সমবায় নির্বাচনে গুলি চলা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। নওদার চাঁদপুর সমবায় সমিতির নির্বাচনে এই ঘটনা সাধারণ নির্বাচনকেও হার মানাবে বলে মনে করা হচ্ছে।
মুর্শিদাবাদ শুটআউট
এবার পঞ্চায়েত নির্বাচনের আগে গুলির শব্দে কেঁপে উঠল মুর্শিদাবাদ। তবে এই গুলি চলেছে সমবায় নির্বাচনকে কেন্দ্র করে। আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদার চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সেখানেই গুলি চলার অভিযোগ উঠেছে। চাঁদপুর সমবায় সমিতির নির্বাচন পাটিকাবাড়ি হাইস্কুলে হয়। সেখানে তীব্র উত্তেজনা তৈরি হয় গুলির শব্দে। এই প্রথম কোনও সমবায় নির্বাচনে গুলি চলার ঘটনা ঘটল। এই ঘটনার পর ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। যদিও এই গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
ঠিক কী ঘটেছে মুর্শিদাবাদে? স্থানীয় সূত্রে খবর, এই সমবায় নির্বাচনে গোলমালের আশঙ্কা আগে থেকেই ছিল। কিন্তু সেটা শুটআউট পর্যন্ত গড়াবে কেউ ভাবতে পারেননি। সমবায় নির্বাচনে গুলি চলা নিয়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। নওদার চাঁদপুর সমবায় সমিতির নির্বাচনে এই ঘটনা সাধারণ নির্বাচনকেও হার মানাবে বলে মনে করা হচ্ছে।
আর কী জানা যাচ্ছে? এই গুলি চলার ঘটনায় তৃণমূল কংগ্রেস জড়িত নয় বলে জানানো হয়েছে। বরং বিজেপি ও কংগ্রেসের মধ্যে ক্ষমতা দখলের লড়াইয়ে এই গুলি চলেছে বলে দাবি শাসকদলের। নওদা ব্লকের চাঁদপুর সমবায় সমিতিতে মোট আসন সংখ্যা ৯টি। একদিকে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রয়েছে সিপিএম, আরএসপি এবং কংগ্রেসের মহাজোট। এদিন পাটিকাবাড়ি হাইস্কুলে ৯৮১ জন ভোটার ভোট দিতে জড়ো হন। এই লড়াইয়ে আছেন ১৯ জন প্রার্থী। সেখানে গুলি চলার ঘটনায় চাপা আতঙ্ক তৈরি হয়েছে।