
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সরস্বতী পুজোর দিনক্ষণ চলে গিয়েছে। তবে বুধবার কোচবিহারের দিনহাটার একটা স্কুলে দেখা গেল ঢাক বাজিয়ে হচ্ছে সরস্বতী পুজো। আসলে ওই স্কুলে সোমবার অথবা মঙ্গলবার সরস্বতী পুজো হয়নি। এনিয়ে স্কুলে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকরা। তাঁদে দাবি স্কুলে সরস্বতী পুজো করতেই হবে। এরপরই বুধবার সকাল থেকেই স্কুলের সামনে একেবারে প্যান্ডেল বেঁধে শুরু হয় সরস্বতী পুজো।
কোচবিহারের দিনহাটার পিকনিধারার ওই প্রাথমিক স্কুলে বুধবার হল সরস্বতী পুজো। স্কুলে কেন সরস্বতী পুজো হয়নি তা নিয়ে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। এরপর বুধবার সকাল থেকে পিকনিধারার ওই প্রাথমিক স্কুলে মহা ধূমধাম করে সরস্বতী পুজো হয়েছে।
সূত্রের খবর, আর্থিক সমস্যার কারণেই স্কুলে নির্দিষ্ট দিনে সরস্বতী পুজো করা যায়নি। সেকারণে পরের দিন সরস্বতী পুজোর আয়োজন করা হয় দিনহাটার ওই স্কুলে। তবে কেবলমাত্র সরস্বতী পুজোই নয়, স্কুলের খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা হয়। স্কুলের শিক্ষকরাও এদিন সহযোগিতা করেন। গ্রামবাসীরা সকলে মিলে সরস্বতী পুজোর সেই উৎসবে যোগ দেন।
অন্যদিকে পিকনিধারার অপর একটি শিশু শিক্ষা কেন্দ্রে সরস্বতী পুজো না হওয়ার জেরে বুধবার ক্ষোভ আছড়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, বার বার সরস্বতী পুজোর আয়োজন করার জন্য বলা হয়েছিল। কিন্তু তারপরেও সেখানে সরস্বতী পুজো হয়নি। তবে শিশু শিক্ষা কেন্দ্রের ক্ষেত্রেও সেই আর্থিক সমস্যার কারণেই সরস্বতী পুজো করা যায়নি। তবে সেখানেও যাতে আগামী দিনে সরস্বতী পুজো করা যায় সেব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।
৳7,777 IPL 2025 Sports Bonus