তিহাড় জেলে বন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তাঁর মেয়ে সুকন্যা। এরই মধ্যে তাঁর বোলপুরের বাড়িতে ছাদের মাথায় 'জয় শ্রীরাম' লেখা গেরুয়া ধ্বজা উড়তে দেখা গেল। যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হল বিতর্ক। বিরোধীদের দাবি, তলায় তলায় বিজেপির সঙ্গে আঁতাত হয়েছে তৃণমূলের। এই পতাকা তারই প্রমাণ। অন্য দিকে রাজ্যের শাসকদলের যুক্তি, রাম কি কারও একার নাকি?
এক বছরের বেশির সময় বোলপুরের এই বাড়িতে নেই অনুব্রত ও তাঁর কন্যা। তাঁর স্ত্রী গত হয়েছেন বেশ কয়েক বছর আগে। তবে কে লাগাল পতাকা?
আরও পড়ুন। সভা করে চলে গেলেন, তবুও নদী ভাঙন নিয়ে কিছুই বললেন না মমতা, হতাশ বলাগড়বাসী
আগে একটা সময় ওই বাড়ির নীচে লাইন পড়ত মানুষের। এখন নিরাপত্তারক্ষীরা পাহারা দেন। মাঝে মাধে আত্মীয়স্বজনরা আসেন। এছাড়া বাড়ির কাজের লোকেরাও মাঝে মাঝে এসে ঘর পরিষ্কার রাখেন। তা ছাড়া আরও কারও প্রবেশাধিকার নেই ওই বাড়িতে। তালবন্ধই হয়ে পড়ে থাকে। তাই ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা কে ছাদের মাথায় লাগিয়ে গেল তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। নিরপত্তারক্ষীরাও জানিয়েছেন, তারা এ ব্যাপারে কিছু জানেন না।
পতাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক
তবে পতাকা যেই লাগিয়ে থাকুন না কেন, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বীরভূমের দাপুটে তৃণমূল নেতা ছাদে গেরুয়া পতাকা দেখে আপসেরই ইঙ্গিত খুঁজছে বিরোধীরা।
কংগ্রেস নেতা জয়দেব মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আগেই বোলপুর এসে অধীর চৌধুরী বলে গিয়েছিলেন যে, অনুব্রত মণ্ডলকে জেল থেকে বের হতে গেলে হাতে বিজেপির পতাকা নিয়ে বেরোতে হবে। ফলে সে রকম কোনও ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু নেই।’
আরও পড়ুন। তৃণমূলের চামড়া তুলে নেব, হুঁশিয়ারি সৌমিত্রর, কর্মীরা পিঠ খুলে বসে আছে, কটাক্ষ সুজাতার
বীরভূমে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্য বলেন, ‘শেষ পর্যন্ত সবাইকে শ্রীরামের শরণে আসতে হবে। রামচন্দ্রই ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।’
আর অনুব্রতর নিজের দল কী বলছে? তৃণমূল মুখপাত্র জামশেদ আলি খান বলেন, ‘অনুব্রত মণ্ডল একজন ধর্মপরায়ণ মানুষ। ফলে তাঁর বাড়িতে যদি জয় শ্রীরামের পতাকা ওড়ে, তাতে অবাক হওয়ার কিছু নেই। আর রাম তো কারও একার নয়, বাড়িতে রামের পতাকা ঝুলবে, এতে অবাক হওয়ার কী আছে?’
সম্প্রতি বীরভূমে ভোট প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেষ্ট ও তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে, যাতে সে তৃণমূল করতে না পারে…আমি আপনাদের বলছি, দেখে নেবেন ভোটের পর ওদের ছেড়ে দেবে।’ এই বক্তব্যের অনুসঙ্গেই কি পতাকাকে রেখে কটাক্ষ করছেন বিরোধীরা?
আরও পড়ুন। সিবিআই-কে দিয়ে অত্যাচার'! সুলতান আহমেদের মৃত্যু নিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের