
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর হাত – পা বেঁধে ডাকাতি। ঘটনায় চাঞ্চল্য ছড়াল খড়গপুর শহরে। মঙ্গলবার রাতে কাউন্সিলর বনথা মুরলির বাড়িতে ভয়াবহ ডাকাতি হয়। শহরের মথুরাকাটি এলাকায় কাউন্সিলরের বাড়িতে ডাকাতির খবর পেয়ে পৌঁছয় টাউন থানার পুলিশ। কিন্তু কাউকে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আরও পড়ুন: 'তিনজনই চোর, এটা তো হওয়ারই ছিল'- বেআইনি বহুতল ভেঙে পড়ায় অবাক নয় গার্ডেনরিচ
খড়গপুর পুরসভার ১৫ নম্বর রেল ইয়ার্ড এলাকার বাসিন্দা স্থানীয় কাউন্সিলর বানথা মুরলি। কাউন্সিলরের পরিবার সূত্রে জানা গিয়ছে, মঙ্গলবার রাতে বাড়ি ছিলেন না তিনি। বাড়িতে একাই ছিলেন কাউন্সিলরের স্ত্রী বানথা বিজয়া। তখনই চার জন যুবক বাইকে করে আসে। বাড়িতে ঢুকে কাউন্সিলরের স্ত্রীর হাত – পা - মুখ বেঁধে ফেলে তারা। এর পর তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে আলমারি ও অন্যান্য আসবাব ভেঙে সেখান থেকে টাকা ও গয়না লুঠ করে তারা।
ডাকাতরা চলে গেলে চিৎকার শুরু করেন বিজয়া। চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরাই খড়গপুর টাউন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে এলাকা ছেড়ে পালিয়েছে ডাকাতদল।
আরও পড়ুন: বাংলার হেভিওয়েট মন্ত্রী অরূপের ভাই স্বরূপের বাড়িতে আয়কর হানা, ভোর থেকে তল্লাশি
খবর পেয়ে বাড়ি ফেরেন বানথা মুরলি। ঘটনায় আকস্মিকতায় হতবাক কাউন্সিলরের স্ত্রী। তাঁর দাবি, প্রায় লাখ খানেক নগদ ও বেশ কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে গিয়েছে ডাকাতরা।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। যেখানে কাউন্সিলরই সুরক্ষিত নন সেখানে সাধারণ মানুষের কী হবে? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ ডাম্প করছে তারা। পুলিশের তরফে দ্রুত ডাকাতির কিনারা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
৳7,777 IPL 2025 Sports Bonus