ধান উৎপাদনে ফের নজির গড়ল বাংলা। দেশের মধ্যে এবারও শীর্ষস্থান ধরে রাখল ফলন বাড়িয়ে। ২০২৪-২৫ অর্থবর্ষে মোট ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বাংলায়। যার নিরিখে সারা ভারতের মধ্যে রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ। কৃষকদের অক্লান্ত শ্রমকে কুর্ণিশ জানিয়ে ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেড়েছে অন্যান্য ফসলের উৎপাদনও
অন্যান্য বছরগুলিতেও দেশের মধ্যে এগিয়ে ধান উৎপাদনের নিরিখে এগিয়ে থাকে রাজ্য। এই বছর রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন করে সেই স্থান ধরে রাখল বাংলা। শুধু ধান নয়, অন্যান্য ফসল উৎপাদনের নিরিখেও উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে বাংলা। যেমন ভুট্টা উৎপাদন বেড়েছে আটগুণ। ডাল উৎপাদন বেড়েছে তিনগুণ।
আরও পড়ুন - প্রেমিকা সেজে বাসস্ট্যান্ডে এলেন প্রেমিকার হবু বৌদি! দেখা করতে গিয়ে ফাঁসলেন যুবক
কী বললেন মুখ্যমন্ত্রী?
রাজ্যের এই সাফল্যের কথা এই দিন তিনি পোস্ট করেন তাঁর এক্স হ্যান্ডেলে। সেখানে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি আমাদের কৃষক, কৃষি শ্রমিক ও কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত সকল ভাই ও বোনদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’
২০২২ সালের রেকর্ড
২০২৪ সালের খরিফ মরসুমে মোট ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছিল। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবর্ষের বোরো মরসুমে মোট ধান উৎপাদন হয় ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন। সব মিলিয়ে মোট ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয় ২০২৪-২৫ অর্থবর্ষে। প্রসঙ্গত, বাংলায় ২০২১-২২ সালেধান উৎপাদন হয়েছিল ২৫৩.৬৬ লক্ষ মেট্রিক টন। সেই বছরেও রেকর্ড গড়েছিল পশ্চিমবঙ্গ। তবে চলতি বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে আগের বছরের রেকর্ডগুলিকেও।
আরও পড়ুন - বাংলাদেশী সন্দেহে বাংলার শ্রমিকদের পরপর আটক, ওড়িশা সরকারকে কড়া চিঠি দিল নবান্ন