কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বীরভূম থেকে। গ্রেফতার হয়েছিল দু’জন। বিহার থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে বীরভূমে আসছিল। দু’জনকে গ্রেফতার করা হয়। দুটি সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এমএম বন্দুক, দুটি ম্যাগাজিন এবং ২০ হাজার টাকা উদ্ধার হয়েছিল। এবার বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার চোখ কপালে উঠেছে পুলিশ কর্তাদের।
মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬১৫ কেজি গাঁজা উদ্ধার করল বীরভূম থেকে। একটি গাড়িতে করে এই বিপুল পরিমাণ গাঁজা মালদা থেকে বীরভূম হয়ে দুর্গাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এই গাঁজা পাচার করার সময় ময়ূরেশ্বর থেকে আহমেদপুর যাওয়ার যে রাস্তা রয়েছে সেখানে চারতলা মোড়ে পুলিশ এই গাঁজা পাচারকারী গাড়িটিকে আটকায়। আর সেখান থেকেই বিপুল পরিমাণ এই গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। গাঁজা পাচারের এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে দু’জন পাঞ্জাবের বাসিন্দা এবং বাকি দু’জন বীরভূমের।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, একটি গাড়িতে করে এই গাঁজা মালদা থেকে বীরভূম হয়ে দুর্গাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ময়ূরেশ্বর থেকে আহমেদপুর যাওয়ার রাস্তার চারতলা মোড়ে পুলিশের সন্দেহ হতেই গাড়িটিকে আটকায়। তখনই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। গাঁজা পাচারের এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। এই বিপুল পরিমাণ গাঁজা দুর্গাপুর হয়ে ঝাড়খন্ড, বিহার–সহ বিভিন্ন রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল।