পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ফের বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেশে যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ছে, তাতে আগামীদিনে মানুষ বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে বলে মনে করছেন অভিষেক।
এদিন ধূপগুড়ির সভা থেকে এই প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক জানান, ‘পেট্রল ১০৬ টাকা, কেরোসিন যা ১৬ টাকা প্রতি লিটার ছিল, তা বেড়ে হয়েছে ১০২ টাকা। আট বছর আগেও এই রকম পরিস্থিতি ছিল না। এভাবে চলতে থাকলে মানুষ খেতে পাবে না। শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো অবস্থা হবে। মানুষ তখন বিজেপির বিরুদ্ধে শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো পদক্ষেপ করবে।’ গতকালই পলাতক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে তুলনা টেনেছিলেন তৃণমূল বিধায়ক ইদ্রিশ আলি। তাঁর মতে, বিক্ষোভকারী হামলার ভয়ে রাষ্ট্রপতি ভবন ছেড়ে পালিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। কিছুদিন পর রাজাপক্ষের মতোই অবস্থা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।