1 মিনিটে পড়ুন Updated: 05 Nov 2023, 05:43 PM ISTChiranjib Paul
বিগত চার মাস ধরে বন্ধ পড়ে রয়েছে, জগদ্দল আই চাপদানি ফাইন ইয়ান ইউনিট জুট মিল। মিল কর্তৃপক্ষ আশ্বাস দেয় ১ নভেম্বর থেকে মিলটি খুলবে। সেই মতো মালিকপক্ষের সঙ্গে একটি চুক্তিও হয় শ্রমিক ইউনিয়নের। কিন্তু ১ নভেম্বর পেরিয়ে গেলেও মিলটি খোলেনি। এই নিয়ে অসন্তোষ তৈরি হয় শ্রমিকদের মধ্যে।
অর্জুন সিং।
উৎসবের মরশুমে ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ একাধিক কারখানা এই জুট মিল। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সাংসদ।
প্রায় চার ধরে বন্ধ এআই চাঁপদানি মিল, একই সঙ্গে বন্ধ রয়েছে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিলও। অর্জুনের অভিযোগ, মলিকপক্ষের জন্য বন্ধ হয়ে রয়েছে মিলগুলি। সাংসদ বলেন, 'শ্রমিকদের সঙ্গে চুক্তি হয়ে যাওয়ার পরও কর্তৃপক্ষ মিল বন্ধ করে রেখে দিয়েছে। এর ফলে শ্রমিক অসন্তোষ বাড়ছে।' তার অভিযোগ, মালিকপক্ষের জন্য যখন তখন মিল বন্ধ হয়ে যাচ্ছেন।
বিগত চার মাস ধরে বন্ধ পড়ে রয়েছে, জগদ্দল আই চাপদানি ফাইন ইয়ান ইউনিট জুট মিল। মিল কর্তৃপক্ষ আশ্বাস দেয় ১ নভেম্বর থেকে মিলটি খুলবে। সেই মতো মালিকপক্ষের সঙ্গে একটি চুক্তিও হয় শ্রমিক ইউনিয়নের। কিন্তু ১ নভেম্বর পেরিয়ে গেলেও মিলটি খোলেনি। এই নিয়ে অসন্তোষ তৈরি হয় শ্রমিকদের মধ্যে।
রবিবার জগদ্দল ঘোষপাড়া রোড অবরোধ করেন ওই মিলের জুটমিল কর্মীরা। প্রায় ৩০ মিনিট ধরে রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। জগদ্দল থানায় একটি স্মারকলিপি জমা দেন শ্রমিকরা। সেই স্মারকলিপিতে বলা হয় অবিলম্বে মিল না খুললে বড়সড় আন্দোলনের পথে যাবেন তাঁরা।