নিজের চাকরি ছেলেকে পাইয়ে দিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সই জাল করার অভিযোগ NVF কর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক মহলে। এব্যাপারে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূবনচন্দ্র হাঁসদা।NVF-এ চাকরির শর্ত অনুসারে কোনও কর্মী কর্মক্ষমতা হারালে তার উত্তরাধিকারী সেই চাকরি পান। এই নিয়মের অপব্যবহার করে দিলীপ নায়েক নামে এক NVF কর্মী CMOH-এর সই জাল করে ভুয়ো মেডিক্যাল সার্টিফিকেট বানান। তাতে ওই ব্যক্তি কর্মক্ষমতা হারিয়েছেন বলে জানানো হয়। সেই নথির ভিত্তিতে ছেলের চাকরির দাবি করেন ওই ব্যক্তি। বিষয়টি জানতে পারেন CMOH-এর দফতরের কর্মীরা। এর পর নথিটি জোগাড় করে দেখা যায় সেটিতে CMOH সাহেবের সই জাল। এর পরই জেলাশাসকের কাছে অভিযোগ জানান CMOH.ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সূত্রের খবর, আরও কয়েকটি জাল মেডিক্যাল সার্টিফিকেট জমা পড়েছে। সেগুলির সন্ধান চালাচ্ছেন তদন্তকারীরা।