এই কৃষ্ণনগর থেকে গতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। আবার এই লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটের প্রভাব রয়েছে বেশ ভালো। এই আবহে আজ কৃষ্ণনগর থেকে সিএএ নিয়ে কোনও বার্তা প্রধানমন্ত্রী দেন কি না, সেদিকে নজর ছিল সবার। তবে সিএএ নিয়ে কিছু বললেন না মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
আরামবাগের জনসভাতেও সন্দেশখালি ইস্যু নিয়ে তৃণমূলকে আক্রমণ শানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আজ বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কৃষ্ণনগরেও মোদীর গলায় সেই সন্দেশখালি। সঙ্গে দুর্নীতি প্রসঙ্গেও রাজ্যের শাসকদলকে আক্রমণ শানান মোদী। উল্লেখ্য, এই কৃষ্ণনগর থেকেই গতবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূলের মহুয়া মৈত্র। আবার এই লোকসভা কেন্দ্রে মতুয়া ভোটের প্রভাব রয়েছে বেশ ভালো। এই আবহে আজ কৃষ্ণনগর থেকে সিএএ নিয়ে কোনও বার্তা প্রধানমন্ত্রী দেন কি না, সেদিকে নজর ছিল সবার। তবে সিএএ নিয়ে কিছু বললেন না মোদী। অবশ্য সন্দেশখালি এবং দুর্নীতি নিয়ে আক্রমণ শানান মোদী। (আরও পড়ুন: ‘রেলে দ্বিগুণ বরাদ্দ… আসবে বিনিয়োগ, হবে চাকরি’, বাংলাকে স্বপ্ন দেখালেন মোদী)
আজ হরে কৃষ্ণ, জয় গৌরাঙ্গ মহাপ্রভুর ধ্বনি তুলে বক্তৃতা শুরু করেন মোদী। সবাইকে বাংলায় স্বাগত জানান মোদী। আজ তৃণমূলকে আক্রমণ শানিয়ে মোদী বলেন, 'তৃণমূলের জন্য বাংলায় বিকাশ হচ্ছে না। টিএমসি মানে বিশ্বাঘাত, দুর্নীতি, পরিবারতন্ত্র। তৃণমূল বাংলার মানুষজনকে গরিম বানিয়ে রাখতে যায়। এতে তাদের খেলা চলবে, রাজনীতি চলবে। কিন্তু মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হওয়ার গ্যারান্টি।' আজ মোদী আরও বলেন, 'তৃণমূল এখানে মা, মাটি, মানুষের স্লোগান তুলে ভোট নিয়েছে। সন্দেশখালির বনেরা কাতর আর্তি করতে থাকেন। তবে তৃণমূল সরকার তাঁদের কথা শোনেনি। এখানে পুলিশ না তবে অপরাধী সিদ্ধান্ত নেয় যে কখন তাদের গ্রেফতার করা যাবে। রাজ্য সরকার তো সন্দেশখালির অপরাধীকে ধরতেই চায়নি। তবে বাংলার নারীরা দুর্গা রূপে দাঁড়িয়ে পড়েছিলেন।' (আরও পড়ুন: 'অস্বস্তির' নাম সন্দেশখালি, শাহজাহান কাঁটায় কি বসিরহাট লোকসভা আসনে হারবে তৃণমূল?)
আজ মোদী দাবি করেন, 'গোটা দেশে মহিলা হেল্পলাইন চালু হয়েছে। তবে তৃণমল সরকার সেটাকে গুরুত্ব দেয় না। কেন্দ্রীয় সরকার ১০ কোটি মহিলাকে সস্তায় গ্যাস দিচ্ছে। বাংলাতেও ১৩ লাখ আবেদন এসেছে। তবে তারা উজ্জ্বলা কমিটি গঠন করেনি জেলায় জেলায়। ওরা চায়, কে সস্তায় গ্যাস পাবে, সেটা ঠিক করবে তৃণমূলের তোলাবাজ। জল প্রকল্পেও ওরা তোলাবাজদের হাত চায়। মনরেগাতে ২৫ লাখ ভুয়ো জবকার্ড তৈরি করা হয়েছে।'
দুর্নীতি ইস্যুতে মোদী আজ বলেন, 'এই তৃণমূল সরকার প্রতিটি স্কিমকে স্ক্যামে পরিণত করে দেয়। তবে মোদীর গ্যারান্টি, আগামী ৫ বছর ফ্রি রেশন দেবে। তবে তৃণমূল তাতেও নিজেদের স্টিকার লাগায়। রেশন চুরি করতেও তারা পিছ পা হয় না।' তিনি আরও বলেন, 'বাংলার বিকাশ হলেই দেশের বিকাশ হবে। তাই এবার বাংলার ৪২টি আসনের সবকটিতেই পদ্ম ফোটা উচিত। এই বার এনডিএ সরকার ৪০০ পার। এখন তো টিএমসি-র অর্থ বদলে গিয়েছে। টিএমসি-র অর্থ : তু, ম্যাঁ, করাপশন হি করাপশন।'