মামীকে কুপ্রস্তাব দিয়েছিল ভাগ্নে। কিন্তু, তাতে রাজি হননি তিনি। উলটে সেই কথা সকলকে বলে দিয়েছিলেন। সেই ক্ষোভে মামীর গায়ে অ্যাসিড ছুঁড়ল ভাগ্নে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের ঝামুটপুর গ্রামের। এই ঘটনায় অভিযুক্ত ভাগ্নে এবং তার মাকে গ্রেফতার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। আক্রান্ত মহিলা বর্তমানে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন। উল্লেখ্য, পূর্ব বর্ধমানে এক সপ্তাহের মধ্যে এনিয়ে দ্বিতীয় অ্যাসিড হামলার ঘটনা ঘটল।
আরও পড়ুন: ঋণ নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে অ্যাসিড হামলা, মহিলা ও শিশু-সহ আহত ৯
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার। আক্রান্ত মহিলার বিবাহিত মেয়ে রয়েছে। মেয়েকে আনতে মেয়ের শ্বশুর বাড়ি গিয়েছিলেন তাঁর স্বামী। সেই সময় ওই মহিলা বাড়িতে একাই ছিলেন। সেই সুযোগে ওই যুবক তাঁর বাড়িতে ঢুকে তাঁকে কুপ্রস্তাব দেয়। কিন্তু মহিলা আপত্তি জানানোয় সেই সময় ওই যুবক বাধ্য হয়ে বাড়ি থেকে চলে যায়। কিন্তু, ভাগ্নের এরকম মতিগতি পছন্দ হয়নি মামীর। তাই স্বামী ফেরার পর তিনি গোটা বিষয়টি জানান। এদিকে বিষয়টি জানার পরে ওই মহিলার স্বামী তাঁর দিদির বাড়িতে গিয়ে গোটা বিষয়টি জানান। কিন্তু তাতে পরিস্থিতি উলটো হয় বলে অভিযোগ। মহিলার স্বামীর কথা শোনার পরে উলটে তারওপরে চড়াও হন তাঁর দিদি এবং জামাইবাবু। এই নিয়ে দু পক্ষের মধ্যে তুমুল বচসা বাঁধে। এমনকী তাদের মধ্যে মারপিট হয়। সেই সময় এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে পরিস্থিতি সামাল দেন। কিন্তু, পরে ওই যুবক মামীর ওপরে চড়াও হয় এবং তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ।