বাংলাদেশে গত অগস্টে ছাত্র আন্দোলনকে ঘিরে গণ্য অভ্যুত্থানের জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়। তারপর থেকেই বিশ্বভারতীতে বন্ধ রয়েছে বাংলাদেশ ভবনের সংগ্রহশালাটি। বাংলাদেশ পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত সংগ্রহশালাটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে কবে এই সংগ্রহশালা খোলা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে কিছু জানাতে পারল না বিশ্বভারতী কর্তৃপক্ষ। এখনও এ বিষয়ে কেন্দ্রের অনুমতি আসেনি, অনুমতি পেলেই সংগ্রহশালা পুনরায় খোলা হবে বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল বাংলাদেশে নিষিদ্ধ ‘ছাত্রলিগ’, সংগঠনকে ঠান্ডাঘরে পাঠালেন ইউনুস
প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতার পটভূমিতে অস্থায়ীভাবে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বিশ্বভারতীতে অবস্থিত বাংলাদেশ ভবনের সংগ্রহশালাতে। এই সংগ্রহশালায় রয়েছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিবুর রহমানের সম্পর্কিত একাধিক তথ্য। মুজিবুর রহমানের মূর্তি এবং প্রতিকৃতিও রয়েছে সেখানে। যখন হাসিনা ৪ অগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছিলেন তখন আন্দোলনকারীরা তাঁর বাবার একাধিক মূর্তি বাংলাদেশে ফেলা ফেলেছিল। তারপর থেকেই আশঙ্কায় বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের সংগ্রহশালা বন্ধ রাখা হয়।
বিশ্বভারতীর এক আধিকারিক জানান, তৎকালীন হাসিনা সরকার বাংলাদেশ ভবনে আর্থিক সাহায্য করেছিল। ২০১৮ সালে হাসনা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যৌথভাবে এই সংগ্রহশালার উদ্বোধন করেছিলেন। তাই বাংলাদেশে স্বাভাবিক অবস্থায় ফিরে না আসা পর্যন্ত জাদুঘরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কেন্দ্র বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কেউই এখনও এই সংগ্রহশালা পুনরায় চালু করতে বলেনি। এ বিষয়ে অনুমোদন পেলেই পুনরায় চালু করা হবে।