পরীক্ষায় নকল করতে দেওয়ার দাবিতে শিক্ষকদের শারীরিক হেনস্থা করার অভিযোগ কলেজ ছাত্রদের বিরুদ্ধে। এই দাবিতে পথ অবরোধ ও কলেজ ভাঙচুরও করে তারা। মঙ্গলবার মুর্শিদাবাদের শেখপাড়া জিডি কলেজের ঘটনা। খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।শেখপাড়া জিডি কলেজে মঙ্গলবার থার্ড সেমেস্টারের পরীক্ষা ছিল। সেখানে ডোমকল বসন্তপুর কলেজের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিলেন। পরীক্ষা শেষে টোকাটুকি করতে দিতে হবে এই দাবিতে কলেজে ব্যাপক ভাঙচুর চালায় ছাত্রদের একাংশ। ক্লাসরুমের আসবাব, ফ্যান ছাড়াও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এমনকী বাধা দিলে কলেজের শিক্ষকদেরও নিগ্রহ করে ছাত্ররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলেজে পৌঁছয় রানিনগর থানার পুলিশ।বুধবার পরীক্ষা দিতে এসে ফের কলেজে ভাঙচুর শুরু করে ছাত্ররা। শুরু হয় পথ অবরোধ। খবর পেয়ে ফের পৌঁছয় পুলিশ। তারা অবরোধ তোলে। ছাত্রদের দাবি, টোকাটুকি করতে দিতে হবে।পর পর ২ দিন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন কলেজের শিক্ষকদের একাংশ। ঘটনায় কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ফের উত্তেজনা ছড়িয়ে পড়া রুখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।