পুর প্রধানের নির্দেশ মেনে রামনবমীর দিন বন্ধ থাকল শহরের একাধিক মাংসের দোকান। পুরুলিয়া শহরের বিভিন্ন জায়গায় এদিন মাংসের দোকান বন্ধ থাকতে দেখা যায়। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও পুর প্রধানের দাবি, এ বিষয়ে তিনি কোনও লিখিত নির্দেশ জারি করেননি। শুধুমাত্র অনুরোধ জানিয়েছিলেন। তবে এ নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। একইসঙ্গে পুর প্রধানের সিদ্ধান্তে ক্ষুদ্ধ হয়েছেন স্থানীয়দের একাংশ। মাংস না পেয়ে অনেককেই বাড়ি ফিরতে হয় মাছ অথবা সবজি নিয়ে। (আরও পড়ুন: বারাসতে বাইক দুর্ঘটনায় আহত ২ রামভক্তের শুশ্রূষা করলেন সংখ্যালঘুরা)
আরও পড়ুন: বারাসতে বাইক দুর্ঘটনায় আহত ২ রামভক্তের শুশ্রূষা করলেন সংখ্যালঘুরা
এদিন শহরে খাসির মাংসের দোকান থেকে শুরু করে মুরগির মাংসের দোকান বন্ধ থাকতে দেখা যায়। ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন পুরপ্রধানের নির্দেশে তাঁরা দোকান বন্ধ রেখেছিলেন। তাছাড়া, রামনবমীর দিন অনেকেই উপোস করেন। বিক্রি কম হয়। সেই কারণে এই নির্দেশ মেনে নিতে তাঁদের আপত্তি ছিল না। এ বিষয়ে এক স্থানীয় বাসিন্দার অভিযোগ, রামনবমীতে পুজোয় বলিও হয়। ফলে যারা নিরামিষ খেতে চান তাঁরা মাংসের দোকানে যাবেন না। কিন্তু যারা খেতে চান তাঁদের অধিকার এভাবে কেড়ে নেওয়া ঠিক নয়। তবে পুর প্রধান জানিয়েছেন, তিনি কোনও নির্দেশ জারি করেননি। রামনবমীতে মানুষের ভাবাবেগের কথা চিন্তা করে তিনি বিক্রেতাদের কাছে শুধু দোকান বন্ধ রাখার অনুরোধ করেছিলেন। তা সকলেই শুনেছেন। এতে বোঝা যাচ্ছে তাঁরা নিজে থেকে এগিয়ে এসেছেন। (আরও পড়ুন: রাখাইনে বৌদ্ধদের খুন করল রোহিঙ্গা জঙ্গিরা, জবাব আরাকান আর্মির, পা উড়ল বাংলদেশির)
আরও পড়ুন: '...মমতা চোর হ্যায়', বাজনার তালে তালে স্লোগান শুভেন্দুর, দেখুন ভিডিয়ো
বিরোধীদের অভিযোগ, আগে রাজ্যে এরকম ছিল না। সিপিএমের কটাক্ষ, মানুষের খাদ্যাভাসে হস্তক্ষেপ করা একেবারেই ঠিক নয়। চেয়ারম্যান এটা করতে পারেন না। বিজেপির বক্তব্য, কী হতে চলেছে তা তৃণমূলের নেতা-নেত্রীরা ভালোমতোই বুঝতে পেরেছেন। তাই নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। তবে এসব করে লাভ হবে না।
যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব পুর প্রধানের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, রামনবমীতে অনেকেই উপোস করেন। সিংহভাগ মানুষ নিরামিষ খান। সেই কারণে এই অনুরোধ জানিয়েছেন পুর প্রধান।এটা খুবই ভালো উদ্যোগ। সকলেই সমর্থন করেছেন। তবে তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া বিষয়টিকে পুর প্রধানের নিজস্ব মত বলেই দাবি করেছেন।