তিন জন মোস্ট ওয়ান্টেড অপরাধী। অসম পুলিশের খাতায় নাম রয়েছে একাধিক মামলায়। তাদের গতিবিধির খবর পেতেই গ্রেফতার করতে মঙ্গলবার রাতে মালদায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ নাকা চেকিং শুরু করে পুলিশ। এরজন্য প্রস্তুত ছিল বৈষ্ণবনগর থানার পুলিশ। কিন্তু, দুষ্কৃতীদের গাড়ি আটকাতে গিয়ে আচমকাই তারা গুলি চালায় পুলিশের ওপর। তবে শেষ রক্ষা হয়নি। পালাতে গিয়ে শেষ পর্যন্ত ধরা পড়ল দুই অপরাধী। তৃতীয় জন পলাতক। তার খোঁজে চলছে তল্লাশি।
আরও পড়ুন: বিদ্যুৎ–বিভ্রাট নিয়ে জনতা–পুলিশ খণ্ডযুদ্ধ, মালদায় আক্রান্ত পুলিশ, গুলিতে আহত ২
গ্রেফতার হওয়া দুই দুষ্কৃতীর নাম হল ধর্মেশ্বর রায় ও অঞ্জন কালিতা, দু’জনেই অসমের কামরূপ জেলার বাসিন্দা। অসমে তাদের বিরুদ্ধে মোট ১৭টি মামলা রয়েছে। সন্দেহ করা হচ্ছে, তারা আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে যুক্ত। মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, গাড়িতে তিন জন অপরাধী রয়েছে বলে সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে পৌঁছয়। সেই অনুযায়ী বৈষ্ণবনগরে নাকা চেকিং চলছিল। গাড়ি থামতে বললেও, তারা পুলিশকর্মীদের ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। তবে পুলিশ তাদের ধাওয়া করে দু’জনকে গ্রেফতার করে।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় অসম পুলিশ মালদা কন্ট্রোল রুমে খবর দেয়, একটি গাড়িতে করে বাংলার দিকে যাচ্ছে দুষ্কৃতীরা। গাড়ির নম্বর, রং এবং অপরাধীদের বিবরণ পাঠানো হয়। ওই গাড়িতেই তিন মোস্ট ওয়ান্টেড অপরাধী রয়েছে বলে জানানো হয়।