প্রয়াত হয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্বভারতীর প্রাক্তন আচার্য মনমোহন সিং। তাই গোটা দেশ শোকাহত। আজ, শুক্রবার তাঁকে যখন নয়াদিল্লির বাসভবনে শ্রদ্ধা জানাচ্ছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তখন তাঁর মৃত্যুর খবরের জেরে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। কারণ তিনি যখন প্রধানমন্ত্রী পদে ছিলেন তখন দীর্ঘদিন কবিগুরুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বিশ্বভারতীর আচার্য পদেও ছিলেন ড. মনমোহন সিং। তাই সমস্ত কর্মসূচি বাতিল করে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
আগামীকাল শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন প্রধানমন্ত্রীর। এখন তাঁর উদার অর্থনীতি এবং দেশের প্রতি করা কাজ নিয়ে স্মৃতিচারণ চলছে। তাই দেশের পাশাপাশি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও শোকের ছায়া নেমে এসেছে। গোটা দেশে একসপ্তাহ রাষ্ট্রীয় শোক পালন করা হবে বলে সূত্রের খবর। এখন পরিবারের মধ্যে চরম শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী পদে থাকাকালীন মনমোহন সিং এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগদান করতে শান্তিনিকেতনে এসেছিলেন। এখন সেই স্মৃতিও ভেসে উঠেছে।
আরও পড়ুন: আগুনের লেলিহান শিখায় জ্বলছে তরুণীর দেহ, মালদার আমবাগানে গণধর্ষণের পর কি খুন?
কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। কর্নাটক থেকে ছুটে চলে আসেন সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এখন শান্তিনিকেতনে পৌষমেলা চলছে। কিন্তু প্রাক্তন আচার্যের প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে তৎপর হল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই মর্মে আজ, শুক্রবার পূর্বপল্লির মাঠে পৌষমেলার সমস্ত সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।