বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mamata Banerjee on WB violence: 'কয়েকটা মুসলিম ছেলেকে টাকা দিয়ে বলছে যে দাঙ্গা লাগিয়ে চলে যা', মালদায় দাবি মমতার
পরবর্তী খবর
Mamata Banerjee on WB violence: 'কয়েকটা মুসলিম ছেলেকে টাকা দিয়ে বলছে যে দাঙ্গা লাগিয়ে চলে যা', মালদায় দাবি মমতার
1 মিনিটে পড়ুন Updated: 04 May 2023, 05:18 PM ISTAyan Das
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘২০-২৫ জনের একটা মিটিং হয়েছিল। তাঁরা দিল্লি থেকে এসেছিলেন। তাঁরা বলেছেন যে জাতিগত দাঙ্গা লাগাও। শুধু হিন্দু-মুসলমান নয়, বলছে যে রাজবংশী-বাঙালি (হিংসা) লাগাও, কুড়মি-আদিবসী (হিংসা) লাগাও, মতুয়াদের সঙ্গে অন্য কোনও সম্প্রদায়ের সঙ্গে (হিংসা) লাগাও।’
মালদায় মমতা বন্দ্যোপাধ্যায়। (ছবি সৌজন্যে পিটিআই)
দিল্লি থেকে লোকজন এসে পশ্চিমবঙ্গে হিংসা ছড়াচ্ছেন। ২০-২৫ জন বৈঠকও করেছিলেন। এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে মমতা দাবি করেন, বাইরে থেকে এসে পশ্চিমবঙ্গে জাতিগত হিংসা, বিভিন্ন সম্প্রদয়ের মধ্যে হিংসা লাগানোর জন্য উস্কানি দেওয়া হচ্ছে। মমতার কথায়, 'আর কয়েকটা মুসলিম ছেলেকে টাকাও দেওয়া হচ্ছে যে তোকে টাকাটা দেব, দাঙ্গাটা লাগিয়ে দিয়ে চলে যা। হয়ত সে করতেও চায় না। কিন্তু অনেক লোক টাকাটা পেতে চায়।'
বৃহস্পতিবার মালদা এবং মুর্শিদাবাদের প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘২০-২৫ জনের একটা মিটিং হয়েছিল। তারা দিল্লি থেকে এসেছিল। তারা বলেছে যে জাতিগত দাঙ্গা লাগাও। শুধু হিন্দু-মুসলমান নয়, বলছে যে রাজবংশী-বাঙালি (হিংসা) লাগাও, কুড়মি-আদিবসী (হিংসা) লাগাও, মতুয়াদের সঙ্গে অন্য কোনও সম্প্রদায়ের সঙ্গে (হিংসা) লাগাও।’
মমতা দাবি করেন, হিংসা ছড়ানোর জন্য টাকা দেওয়া হচ্ছে। মুসলিম ছেলেদের হিংসা লাগানোর কাজে ব্যবহার করা হচ্ছেও বলে দাবি করেন মমতা। তিনি বলেন, ‘আর কয়েকটা মুসলিম ছেলেকে টাকাও দেওয়া হচ্ছে যে তোকে টাকাটা দেব, দাঙ্গাটা লাগিয়ে দিয়ে চলে যা। হয়ত সে করতেও চায় না। কিন্তু অনেক লোক টাকাটা পেতে চায়। এগুলো আমাদের নজরে আসছে। কাজে এটা নজরে রাখতে হবে। কোনও হিন্দু, কোনও মুসলমান, কোনও রাজবংশী, কোনও মতুয়া - কেউ কিন্তু দাঙ্গা চায় না। দাঙ্গা চায় কিছু বজ্জাত রাজনৈতিক নেতা। আর কিছু টিভি চ্যানেল চায়। তার কারণ সারাক্ষণ টিভিতে দাঙ্গাকে মদত দিয়ে দেখানো হয়। প্ররোচনা (দেওয়া হয়)। এখন তো সুপ্রিম কোর্টের রায় আছে। এরা প্ররোচিত করে।’
তারইমধ্যে কালিয়াগঞ্জে তুমুল গণ্ডগোলে পুলিশের ভূমিকা নিয়ে তুমুল ক্ষোভপ্রকাশ করেন মমতা। কালিয়াগঞ্জে নাবালিকার মৃতদেহ টেনে নিয়ে যাওয়ার যে ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ভাইরাল হয়ে গিয়েছে, তা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন। সেইসঙ্গে কালিয়াগঞ্জে পুলিশকে যে মারধর করা হয়, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।