
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
সম্প্রতি ডুমুরজলা হেলিপ্যাড থেকে বাংলায় কংগ্রেসের সঙ্গে জোটে না থাকার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার আজ, সোমবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি অধীর চৌধুরীকে কাঠগড়ায় তুলে জোটের বিপক্ষে মন্তব্য করেছেন। এই দুই শীর্ষ নেতৃত্বের মন্তব্যের পরই ইন্ডিয়া জোটকে বুড়ো আঙুল দেখিয়ে কংগ্রেসের ন্যায় যাত্রার মধ্যেই হাওড়াতে শুরু হয়ে গেল তৃণমূল কংগ্রেসের লোকসভার দেওয়াল লিখন। সুতরাং জোট কার্যত বিশ বাঁও জলে গেল বলেই মনে করা হচ্ছে।
এদিকে আজকের এই দেওয়াল লিখনে রাজ্যের ৪২টি লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়েছে। হাওড়ার দলীয় প্রার্থী ঘোষণার আগেই এমন দেওয়াল লিখনকে কেন্দ্র করে জেলা তথা রাজ্যস্তরে জোর আলোচনা শুরু হয়েছে। বাম–কংগ্রেসকে জোট বিহীন হয়ে একলা চলার বার্তাও স্পষ্ট হচ্ছে বলে মনে করা হচ্ছে। বাংলার মতো রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা হওয়ার আপাতত কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। তার মধ্য়ে একলা চলার কথা লিখতে শুরু করল তৃণমূল কংগ্রেস। সেই বার্তাই দেওয়া হয়েছে হাওড়ায় দলের দেওয়াল লিখনে।
অন্যদিকে হাওড়া সদরের ২৫ নম্বর ওয়ার্ডে আজ দেখা গেল দেওয়াল লিখনে ব্যস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা। রঙ তুলি নিয়ে ঘাসফুল এঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের হাত শক্ত করতে রাজ্যের আসনগুলি জেতানোর কথা উল্লেখ করা হয়েছে। এখন বেশিরভাগ আসন জেতাই পাখির চোখ তৃণমূল কংগ্রেসের। দেওয়াল লিখনে সেটাই স্পষ্ট ফুটে উঠেছে। এই বিষয়ে হাওড়া সদরের তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বনাথ দাস বলেন, ‘তৃণমূল সুপ্রিমো যখন চাইছেন না তাই আমরাও জোট চাইছি না। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন রাজ্যে করেছেন তাতে ৪২টি আসনই তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। জোটের প্রয়োজন পড়বে না।’
আরও পড়ুন: ‘হিংস্র নেকড়ের মতো পুলিশ মেরেছে’, ব্যারাকপুরের ঘটনা নিয়ে কড়া আক্রমণ শুভেন্দুর
এছাড়া তৃণমূল কংগ্রেসের ওই দেওয়াল লিখন নিয়ে খোঁচা দিয়েছে বিজেপি। হাওড়া জেলা বিজেপির সম্পাদক ওমপ্রকাশ সিং বলেন, ‘কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তৃণমূল। আর দেশজুড়ে রাম আবেগ কাজ করছে এখন মানুষের মধ্যে। তাই ভয় পেয়ে তৃণমূল কর্মীরা এসব দেওয়াল লিখছে।’ আর জোট নিয়ে এখনও আশা ছাড়ছেন না কংগ্রেস নেতারা। সেটা জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গের মুখ থেকে শোনা গিয়েছে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক শুভ্রজ্যোতি দাস বলেন, ‘শাসকদল ৪২টি আসন পাবে বলছে সেটা জোট নিয়ে। জোটকে সঙ্গী করে এই ফলাফল হবে।’
৳7,777 IPL 2025 Sports Bonus