সরকারি হাসপাতালের খাবারে টিকটিকি! ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের বড় রাঙ্কুয়া গ্রামীণ হাসপাতালে। এমন অস্বাভাবিক ঘটনায় প্রশ্নের মুখে স্বাস্থ্য ব্যবস্থা। অভিযোগ, রোগীর তরকারিতে সিদ্ধ অবস্থায় পাওয়া গিয়েছে একটি আস্ত টিকটিকি। ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছেন অন্যান্য রোগীরা। হাসপাতালে দেওয়া খাবার খেতে চাচ্ছেন না অনেকেই।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে টিকটিকি, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪০ শিশু
জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। বিশ্বনাথপুরের বাসিন্দা পূর্ণিমা হাজরাবেরা নামের এক রোগী খাদ্যে বিষক্রিয়াজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি হন। তাঁকে রাতের খাবার হিসেবে পরিবেশন করা হয় ভাত ও তরকারি। সেই তরকারির পাত্রেই ভেসে ওঠে সিদ্ধ হয়ে যাওয়া টিকটিকি। মুখে খাবার দেওয়ার আগেই বিষয়টি তাঁর নজরে আসে। সঙ্গে সঙ্গে নার্সদের জানান তিনি। উপস্থিত হন রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও।
রোগীর অভিযোগ, ঘটনার গুরুত্ব বুঝে সতর্ক হওয়ার বদলে প্রথমেই বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা করা হয়। তরকারি থেকে টিকটিকি সরিয়ে ফেলে তাঁকে বলা হয়, এটা নিয়ে চিৎকার করবেন না, কাউকে কিছু বলার দরকার নেই। তাঁকে অন্য তরকারি দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু তিনি তাতে রাজি হননি। এরপর বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে পুরো ওয়ার্ডে। শুরু হয় উত্তেজনাপূর্ণ অবস্থা।