লোকসভা নির্বাচনে প্রচারের ময়দানে রাজনৈতিক দলের প্রার্থীদের আক্রমণ পালটা আক্রমণের পারদ ক্রমেই চলছে। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রেও চড়ছে পারদ। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। অন্যদিকে, তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ কীর্তি আজাদ। ক্রিকেটের ভাষাতেই একে অপরকে আক্রমণ পালটা আক্রমণ করছেন দুই দলের প্রার্থী। এবার দিলীপ ঘোষকে শূন্য রানে আউট করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কীর্তি আজাদ। তবে দিলীপ ঘোষও বলেছেন তিনি সব বল খেলতে প্রস্তুত।
আরও পড়ুনঃ 'প্রথম বলে ছক্কা মারব!' বর্ধমানে পা রেখেই বললেন দিলীপ ঘোষ
সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে বসন্ত উৎসবে সামিল হন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। তাঁর সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। সেখানে বক্তব্য রাখতে গিয়েই দিলীপকে একের পর এক কটাক্ষ করেন কীর্তি আজাদ। দিলীপের উদ্দেশ্যে তৃণমূল প্রার্থী বলেন, ‘উনি একবারের সাংসদ এবং একবারের বিধায়ক। কিন্তু, আমি তিনবারের সাংসদ শূন্য রানে আউট করে ওঁকে বাড়ি পাঠাবো।’ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন পুর প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায় সহ জেলা তৃণমূলের নেতৃত্বরাও। মহিলাদের সঙ্গে রঙ খেলায় এবং নাচেও সামিল হন কীর্তি আজাদ।
অন্যদিকে, কীর্তি আজাদকে প্রার্থী করার পর তাঁকে ‘বহিরাগত’ বলে কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। তার জবাবও এদিন দেন কীর্তি আজাদ। প্রধানমন্ত্রীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘নরেন্দ্র মোদী গুজরাট থেকে বেনারসে দাঁড়িয়েছিলেন। তারপর তিনি হয়েছিলেন প্রধানমন্ত্রী। আমিও তো ভারতবর্ষের হয়ে বিশ্বকাপ খেলেছি। আমি মুখ্যমন্ত্রীর হয়ে প্রতিনিধিত্ব করতে এসেছি।’ তিনি দাবি করছেন, বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল নেতৃত্বরা ইতিমধ্যেই ৯৯শতাংশ জিতে গিয়েছেন। আর বাকি ১ শতাংশ জেতা শুধু সময়ের অপেক্ষা।’ লোকসভা নির্বাচনে জয়ী হবেন বলেই আশা প্রকাশ করেছেন কীর্তি আজাদ।