কংগ্রেস নেতা তপন কান্দু খুনের ঘটনায় এবার নয়া মোড়। এবার বদলি করে দেওয়া হল ঝালদার আইসি সঞ্জীব ঘোষকে। তপন কান্দু খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় এই পুলিশ অফিসারের। তারপর থেকেই নানা গুঞ্জন শুরু হয়েছিল। এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে সিবিআই। তাই সিবিআই এই আইসি–কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এখন সিবিআই তাঁকে ছেড়ে দেয়নি। গোটা ঘটনার তদন্তের পাশাপাশি সিবিআইয়ের নজর রয়েছে আইসি’র উপর।
কোথায় বদলি হলেন আইসি? সূত্রের খবর, আইসি সঞ্জীব ঘোষ রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের ইন্সপেক্টর পদে বদলি হয়েছেন। আর তাঁর জায়গায় ঝালদার নতুন আইসি হয়ে আসছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর শিবশঙ্কর সিনহা। মৃত কংগ্রেস নেতা তপন কান্দুর পরিবারের পক্ষ থেকে বহুবার এই সঞ্জীব ঘোষের নামে অভিযোগ তোলা হয়। এমনকী তদন্তের জন্য ঝালদার প্রাক্তন এই আইসি–কে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। অবশেষে ঝালদা থানার আইসি–কে বদলি করে দিল রাজ্য সরকার। যদিও এটাকে রুটিন বদলি বলে ব্যাখ্যা করছে প্রশাসন। তবে গোটা বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।
ঠিক কী বলছেন তপন কান্দুর স্ত্রী? তপন কান্দু হত্যা হওয়ার পর থেকেই তাঁর স্ত্রী দাবি করে আসছিলেন এই খুনের সঙ্গে জড়িত ঝালদা থানার আইসি। এই বিষয়ে সংবাদমাধ্যমে পূর্ণিমা কান্দু বলেন, ‘একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে আমার স্বামীকে হমকি দিয়েছিল। এই খুনের সঙ্গে আইসি জড়িত। উনি সাহায্য করেছেন। না হলে ঝালদায় এমন ঘটনা কখনও ঘটেনি। বদলি হয়েছে ঠিক আছে। সিবিআই তদন্তে আমি খুশি। তবে উনি দোষী প্রমাণিত হলে অবশ্যই গ্রেফতার যেন হন। এই আইসি’র যাওয়াতে আমরা খুশি। ঝালদার মানুষ খুশি।’
আর কী জানা যাচ্ছে? অভিযোগ উঠেছিল, তপন কান্দুকে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চাপ দেওয়া হচ্ছিল। কে বা কারা হুমকি দিচ্ছিল? সেটা এখন তদন্তসাপেক্ষ ব্যাপার। এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হলে সিবিআই তদন্ত দেওয়া হয়। তবে আইসি বারবার তপন কান্দুকে ফোন করতেন বলে পরিবারের অভিযোগ। সুতরাং তিনি হুমকি দিয়ে ছিলেন কিনা সেটা নিয়ে সন্দিহান সবপক্ষই। গত ১৩ মার্চ পুরুলিয়ার ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে খুন করা হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup