পরকীয়ায় জড়িয়েছিলেন স্ত্রী। সেই ক্ষোভে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন স্বামী। ঘটনাটি কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গৃহবধূর নাম পঞ্চমী সরকার। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন অভিযুক্ত স্বামী নারায়ণ সরকার।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর সঙ্গে নারায়ণের বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে। তাদের দুই সন্তান রয়েছে। গত কয়েক মাস ধরেই বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন পঞ্চমী। কোনওভাবে বিষয়টি জানতে পেরে যান নারায়ণ। তাই নিয়ে তাদের মধ্যে পারিবারিক অশান্তি প্রতিদিন লেগেই থাকত। স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন নারায়ণ। তার অভিযোগ, বিবাহ বহির্ভূত সম্পর্ক জানার পর তিনি স্ত্রীকে বহুবার সতর্ক করেছিলেন। কিন্তু, তারপরেও সেই সম্পর্ক ছিন্ন করেননি তার স্ত্রী। তাই তিনি স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন।