মহেশতলায় নার্স শিল্পী বিবি খুনে তাঁর স্বামী নাসির আলিকে গ্রেফতার করল পুলিশ। বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতকে জেরা করে এই খুনের ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।
গত ৫ জুলাই রাতে মহেশতলা পুরসভার দক্ষিণ জগৎতলায় বাড়ি থেকে কিছু দূরে উদ্ধার হয় শিল্পী বিবির দেহ। নিহতের স্বামী জানান, ওই রাতে মহরম পালন করতে সন্তানদের নিয়ে বেরিয়েছিলেন তিনি। গভীর রাতে তাঁর স্ত্রী তাঁকে ফোন করে জানতে চান, তাঁর সঙ্গে কারও কোনও ঝামেলা হয়েছে কি না। জবাবে তিনি জানান, তেমন কোনও ঘটনা ঘটেনি। এর কিছুক্ষণ পরে রাত আড়াইটে নাগাদ এক ব্যক্তি তাঁকে ফোন করে জানান স্ত্রী শিল্পী বিবি রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন। সেখানে গিয়ে তিনি দেখেন মৃত্যু হয়েছে স্ত্রীর। শিল্পী বিবির গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। গলার একটি সোনার চেন ছাড়া বাকি সমস্ত গয়না ছিল অক্ষত।
তদন্তে নেমে পুলিশ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে। মৃতের পরিবারের তরফে জানানো হয়, অনেক রাত হয়ে গেলেও স্বামী বাড়ি না ফেরায় তাঁকে খুঁজতে বেরিয়েছিলেন শিল্পী। বাড়ি থেকে ২০০ মিটার দূরে তাঁর দেহ উদ্ধার হয়।
এই ঘটনার তদন্তে নেমে মৃতের স্বামী ছাড়াও স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। জেরায় মৃতের স্বামী নাসির আলির বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এর পরই তাঁকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন তদন্তকারীরা। ধৃতকে আজ আদালতে পেশ করে হেফাজতে নেবে পুলিশ।