
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উচ্চমাধ্যমিকের স্ট্যাটিস্টিক্স পরীক্ষায় পাঠ্যক্রমের বাইরে থেকে একটি প্রশ্ন এসেছে। এমনই জানালেন কলকাতার হিন্দু স্কুলের স্ট্যাটিস্টিক্সের প্রাক্তন শিক্ষক গৌতম সিনহা। তিনি জানান, সার্বিকভাবে প্রশ্ন ভালো হয়েছে। যাঁরা পাঠ্যবই ভালোভাবে পড়েছেন, তাঁদের পরীক্ষা ভালো হবে। কিন্তু পাঠ্যক্রমের বাইরে থেকে একটি প্রশ্ন আসায় একেবারেই সন্তুষ্ট নন তিনি। একইসুরে নঙ্গী হাইস্কুলের শিক্ষক সুরজিৎ নাথ জানিয়েছেন, যে পরীক্ষার্থীদের ভিত্তি ভালো, তাঁরা ভালো নম্বর পাবেন।
শিক্ষক রিভিউ - ১
হিন্দু স্কুলের প্রাক্তন শিক্ষক বলেন, ‘প্রশ্ন বেশ ভালো এসেছে। পুরো সিলেবাস কভার করে প্রশ্ন করা হয়েছে (পুরো পাঠ্যক্রম থেকেই প্রশ্ন করা হয়েছে)। যারা পুরো বই পড়েছে, তাদের পরীক্ষা খুব ভালো হবে। যারা বেছে-বেছে পড়ে গিয়েছে, তারা উচ্চমাধ্যমিকের স্ট্যাটিস্টিক্স পরীক্ষার উত্তর দেওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়বে।’
পাঠ্যক্রমের বাইরে প্রশ্ন
গৌতমবাবু জানান, এসএকিউ বিভাগের সাত নম্বরের যে বিকল্প প্রশ্ন (দুইয়ের সাত নম্বরের Or প্রশ্ন) আছে, সেটা সিলেবাসের বাইরে থেকে এসেছে। বিষয়টি নিয়ে হিন্দু স্কুলের প্রাক্তন শিক্ষক বলেন, ‘এবার উচ্চমাধ্যমিকে একটি প্রশ্ন এসেছে। গামা ডিস্ট্রিবিউশন (Gamma Distribution) - অথচ সেটা সিলেবাসেই নেই। গামা ইন্ট্রিগাল সিলেবাসে আছে। এটা একেবারেই কাঙ্খিত নয়। এই বিষয়টা স্নাতক স্তরে আছে, এটা স্নাতক স্তরের প্রশ্ন। যাঁরা প্রশ্নপত্র তৈরি করছেন এবং যাঁরা কোশ্চেন মডারেটর, তাঁদের এই বিষয়টি মাথায় রাখা উচিত।’
আরও পড়ুন: HS 2023 Result Date: কবে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে? পরীক্ষা শুরুর আগেই জানাল সংসদ
শিক্ষক রিভিউ - ২
নঙ্গী হাইস্কুলের স্ট্যাটিস্টিক্সের শিক্ষক সুরজিৎবাবু বলেন, ‘প্রশ্ন খুব কঠিন হয়নি। একটু কনসেপ্চুয়াল হয়েছে। ভালোমানের প্রশ্ন এসেছে। বড় প্রশ্নগুলি একেবারে সহজ হয়েছে। এসএকিউ কয়েকটি প্রশ্ন একটি লেংন্থি হয়েছে। যারা সিরিয়াসভাবে স্ট্যাটিসটিক্স পরীক্ষার নম্বর প্রস্তুতি নিয়েছে, তারা ভালো নম্বর পাবে। তারা ৯০ শতাংশ পেয়ে যেতে পারে। মধ্যমানের পড়ুয়ারা ৭০-৮০ শতাংশ নম্বর পেয়ে যাবে মনে হচ্ছে।'
স্ট্যাটিস্টিক্সের প্রশ্নের আরও ব্যাখ্যা করে সুরজিৎবাবু বলেছেন, ‘এমসিকিউ বিভাগের এক নম্বর দাগের ষষ্ঠ প্রশ্নটি বেশ ভালোমানের হয়েছে। এক নম্বরের সপ্তম প্রশ্নটি একটু ঘুরিয়ে দিয়েছে। এসএকিউ বিভাগেরই তৃতীয় প্রশ্নটি সুন্দর হয়েছে - কনসেপ্চুয়াল প্রশ্ন। ওই বিভাগেরই অষ্টম প্রশ্নের বিকল্প যেটা, সেটার দ্বিতীয় অংশটাও কনসেপ্চুয়াল হয়েছে। একইভাবে ষষ্ঠ প্রশ্নেও পড়ুয়াদের দক্ষতার পরিচয় দিতে হবে।’
তিনি আরও বলেছেন, ‘তিন নম্বরের প্রশ্ন - যে যেমন প্রস্তুতি নিয়েছে, সেরকম উত্তর দিতে পারবে। কনসেপ্ট ভালো থাকলে ওই প্রশ্নটা একেবারে জল ভাত হয়েছে। চারের দাগের চতুর্থ প্রশ্নের বিকল্পটি একটু অঙ্ক-নির্ভর হয়েছে। তাতে কনসেপ্ট থাকলে করে ফেলতে পারবে পড়ুয়ারা। কনসেপ্ট ক্লিয়ার থাকলে ষষ্ঠ প্রশ্নটির উত্তরও হয়ে যাবে। এক নম্বরের অংশ কিছুটা লেংথি হয়েছে। ’
২০২৩ সালের উচ্চমাধ্যমিকের কোন কোন বিষয়ের প্রশ্ন কেমন এসেছে?
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
6.88% Weekly Cashback on 2025 IPL Sports