বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেই সময় শিশুটি একটি বেলুন নিয়ে খেলছিল। বেলুনটি চলমান সিঁড়িতে পড়ে গেলে শিশুটিও বেলুনের পিছনে দৌড়াতে শুরু করে। এরপর বেলুনটি ধরতে গিয়ে শিশু চলমান সিঁড়িতে পড়ে যায় এবং তার বাঁ হাত আটকে যায়। তখন শিশুটি চিৎকার করতে শুরু করলে সকলেই সেখানে ছুটে আসেন।
চলমান সিঁড়িতে হাত আটকে গেল শিশুর। প্রতীকী ছবি
হাওড়া শপিং মলে দুর্ঘটনা। চলমান সিঁড়িতে হাত আটকে গেল এক শিশুর। প্রায় দু'ঘণ্টা হাত আটকে থাকার পর অবশেষে চলমান সিঁড়ি খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার একটি মলে। ওই শিশুর নাম শরিফ করিম (৩)। শিশুটি হাওড়ার শিবপুরের বাসিন্দা। মল কর্তৃপক্ষ সাহায্যের জন্য স্থানীয় পুলিশ এবং দমকল কর্মীরা ওই শিশুর হাত বের করে। এই ঘটনায় ওই শিশুর হাত ভেঙে গিয়েছে। ঘটনায় পুলিশ মল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির দায়ে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। সেইসময় শিশুটি একটি বেলুন নিয়ে খেলছিল। বেলুনটি চলমান সিঁড়িতে পড়ে গেলে শিশুটিও বেলুনের পিছনে দৌড়াতে শুরু করে। এরপর বেলুনটি ধরতে গিয়ে শিশু চলমান সিঁড়িতে পড়ে যায় এবং তার বাঁ হাত আটকে যায়। তখন শিশুটি চিৎকার করতে শুরু করলে সকলেই সেখানে ছুটে আসেন।
মলের নিরাপত্তারক্ষী এবং মল কর্তৃপক্ষ সেখানে ছুটে আসেন। মলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরা সেখানে ছুটে এসে শিশুর হাত বের করার চেষ্টা করেন। সেজন্য সিঁড়ির একটি অংশ তাঁরা খুলে ফেলেন। কিন্তু ব্যর্থ হন। রাত আটটার দিকে খবর পেয়ে পুলিশ ও দমকল পৌঁছয়। অবশেষে রাত ৯টার দিকে শিশুটির হাত বের করতে সক্ষম হন কর্মীরা।