কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। সাধারণত তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রচুর পরিমাণে জ্বালানি মজুত থাকে। ফলে সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দেয়। তবে দমকলে তৎপরতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের দমকলের দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ আগুন লাগে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লার গুদামে। এই কয়লা জ্বালিয়েই তৈরি করা হয় তাপবিদ্যুৎ। সেখানে প্রচুর পরিমাণে কয়লা মজুত থাকায় স্বাভাবিকভাবেই একটা সময় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছিলেন কর্মীরা। পরিস্থিতির গুরুত্ব বুঝে খবর দেওয়া হয় দমকল। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুন লাগার পরেই সমস্ত কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। ঘটনাস্থলে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, যে জায়গায় আগুন লেগেছিল, সেটি তাপবিদ্যুৎ কেন্দ্রের মূল চুল্লি থেকে খানিকটা দূরেই অবস্থিত। প্রাথমিকভাবে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল হতাহতের কোনও খবর এখনও পাওয়া যায়নি। তবে বেশ কিছুটা ক্ষতি হয়েছে বলে জানাচ্ছেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ। সাধারণত কয়লার গুদামে আগুন লাগায় ফলে আরও বড়সড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তবে দমকল কর্মীদের তৎপরতায় বড় বিপদের হাত থেকে রক্ষা পেল তাপবিদ্যুৎ কেন্দ্র। তবে সেখানে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। এর আগেও ২০১৬ সালে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছিল।