প্রেমিকাকে বিয়ে করতে রাজি হননি প্রেমিক। সেই অভিমানে আত্মঘাতী হয়েছিলেন প্রেমিকা। তরণীর পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হলেও অভিযুক্তর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। তার প্রতিবাদে মেয়ের ছবি বুকে নিয়ে থানায় বিক্ষোভ দেখালেন মৃতা তরুনীর বাবা-মা। অন্যদিকে, তরুণীর প্রেমিকের বাড়িতেও ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের।
তরণীর পরিবারের দাবি, স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তাদের মেয়ের। ওই যুবক তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরেও বিয়ে না করায় তরুণী নিজেই যুবকের বাড়ি গিয়ে বিয়ের জন্য চাপ দেন। ঘটনায় তাঁকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এমনকী মারধরও করা হয়। সেই অপমান এবং অভিমানে গত ৩১ অক্টোবর আত্মঘাতী হন ওই তরুণী। এই ঘটনায় তাঁর পরিবারের তরফে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ আত্মহত্যায় প্ররোচনার মামলাও দায়ের করে। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা না নেওয়ায় অবশেষে জেলার পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান তরুণীর বাবা-মা।
পরিবারের অভিযোগ, এতদিন অভিযোগ দায়ের করার পরেও অভিযুক্ত এখনও অধরা রয়েছে। তাদের গ্রেফতারের জন্য কোনও পদক্ষেপ করেনি পুলিশ। এমনকী থানাতেও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এসপির কাছে গেলেও মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে। এই অভিযোগে মেয়ের ছবি বুকে নিয়ে অশোকনগর থানার সামনে বিক্ষোভ দেখান তরুণীর বাবা-মা। পরে থানার ওসি অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ তুলে নেন।