সাধারণত জেলার ভিত্তিতে এই পুরস্কার দিয়ে থাকে রাজ্য সরকার। কোন জেলাকে পুরস্কার দেওয়া হবে তা ঠিক করে করার জন্য একটি কমিটি রয়েছে। এই কমিটিতে রয়েছেন এডিজি পদমর্যাদার পুলিশ অফিসাররা। তাদের রিপোর্টের ভিত্তিতেই কমিটি ঠিক করে থাকে কোন জেলাকে পুরস্কৃত করা হবে।
সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলা হল ডায়মন্ড হারবার।
কিছুদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দেশের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় স্থান পেয়েছে কলকাতা। আর এবার রাজ্যের সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে স্বীকৃতি পেল ডায়মন্ড হারবার। ২০২২ সালের জন্য সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে ডায়মন্ড হারবারকে পুরস্কৃত করা হয়েছে। আর সেই খবর জানার পরেই উচ্ছ্বসিত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রশংসা করেছেন অভিষেক। সেজন্য তিনি ডায়মন্ড হারবার পুলিশ এবং ডায়মন্ড হারবারের বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন।
সাধারণত জেলার ভিত্তিতে এই পুরস্কার দিয়ে থাকে রাজ্য সরকার। কোন জেলাকে পুরস্কার দেওয়া হবে তা ঠিক করে করার জন্য একটি কমিটি রয়েছে। এই কমিটিতে রয়েছেন এডিজি পদমর্যাদার পুলিশ অফিসাররা। তাঁদের রিপোর্টের ভিত্তিতেই কমিটি ঠিক করে থাকে কোন জেলাকে পুরস্কৃত করা হবে। উল্লেখ্য, যে বছরের জন্য ডায়মন্ড হারবারকে সবচেয়ে শান্তিপূর্ণ পুলিশ জেলা হিসেবে পুরস্কৃত করা হয়েছে সেই সময় সেখানকার পুলিশ সুপার ছিলেন ধৃতিমান সরকার। বর্তমানে তিনি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের দায়িত্ব সামলাচ্ছেন। পুলিশ সূত্রের খবর, ডায়মন্ড হারবারে ধৃতিমান পুলিশ সুপার থাকাকালীন অপরাধ অনেকটাই কমে গিয়েছে। সেই কারণেই পুরস্কৃত হয়েছে ডায়মন্ড হারবার।