বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্কুল খুলে গেলেও ক্লাস চালু রাখবেন 'রাস্তার মাস্টার', পড়বে খুদে ও পরিজনরাও

স্কুল খুলে গেলেও ক্লাস চালু রাখবেন 'রাস্তার মাস্টার', পড়বে খুদে ও পরিজনরাও

স্কুল খুলে গেলেও বন্ধ হবে না ‘রাস্তার স্কুল’৷ (ছবি সৌজন্য, পায়েল সামন্ত/ডয়চে ভেলে)

দীপনারায়ণ নায়ক বলেন, ‘যাদের কাছে শিক্ষার উপকরণ নেই, তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া আমার মুখ্য ফোকাস৷'

স্কুল খুললেও পড়াশোনায় ফিরতে পারেনি সব পড়ুয়া৷ যাঁদের আর্থিক সঙ্গতি নেই, তাঁদের জন্যই এক শিক্ষক রাস্তায় শুরু করেছিলেন পাঠদান৷ তাতেই মিলেছে সাফল্য৷ স্কুল খুলে গেলেও বন্ধ হবে না ‘রাস্তার স্কুল’৷

মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে খুলেছে স্কুল-সহ শিক্ষা প্রতিষ্ঠান৷ শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস৷ ধীরে ধীরে খুলতে পারে বাকি ক্লাসগুলিও৷ কথা ছিল, প্রাথমিক বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের চাল-আলু নিতে আসার সময় অভিভাবকদের হাতে দেওয়া হবে পাঠ্য বিষয় বা অ্যাক্টিভিটি টাস্ক৷ কিন্তু শিক্ষকরাই গত দু'বছর ধরে বারবার বলেছেন, নানা কারণে এই পরিকল্পনা পুরোপুরিভাবে বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না৷ ফলে এই দু'বছর স্কুল বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে গিয়েছে অনেকটাই৷ এর ফলে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে বাড়ছিল স্কুলছুট হওয়ার আশঙ্কা৷

এই সঙ্কট ভাবিয়ে তুলেছিল শিক্ষক দীপনারায়ণ নায়ককে৷ পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় তিলকা মাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি৷ কোভিড বিধিনিষেধ ও লকডাউনের মধ্যে তিনি ‘দুয়ারে শিক্ষা' এনেছেন৷ বাংলা শিক্ষা পোর্টাল টাস্ক বিলির আগে থেকেই তিনি আদিবাসী শিশুদের পড়ানোর কাজ শুরু করেছেন৷ শিক্ষকের নিজের বেতনের টাকা থেকেই চলেছে পঠনপাঠন৷ এমনকী স্লেট, পেনসিল থেকে শুরু করে খিদে মেটানোর অনেকরকমের আয়োজন৷

প্রথমেই সাড়া মিলেছিল, এমন নয়৷ গত বছর মে মাসে রাস্তার স্কুল খোলার সময় মাত্র পাঁচজন পড়ুয়া এসেছিল৷ তারপর এই রাস্তার পঠনপাঠনে ধীরে ধীরে আগ্রহী হয়ে ওঠে দরিদ্র আদিবাসী পড়ুয়ারা৷ এখন সেই সংখ্যাটা ১০০০-এর বেশি৷ আদিবাসী গ্রামের মাটির বাড়ির দেওয়ালে নির্দিষ্ট দূরত্ব অন্তর ব্ল্যাক বোর্ড লাগানো হয়৷ ফলে গোটা পাড়াই হয়ে ওঠে ক্লাসরুম৷ আর এ ভাবেই দীপনারায়ণ হয়ে উঠেছেন 'রাস্তার মাস্টার'৷ তিনি বলেন, ‘শিক্ষার অধিকারে ৬-১৪ বছরের শিশুদের শিক্ষার কথা বলা আছে৷ তবে আমার ক্লাসে চার বছরের খুদেও পড়তে আসে৷ বাবা-মা কাজে চলে গেলে দাদা বা দিদির হাত ধরে সে-ও পড়তে আসে৷ আবার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরাও আসে৷ তারাও তাদের সমস্যার কথাটা বলে৷’

অনেক আগেই অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষদের নিয়ে কাজ শুরু করেছিলেন দীপনারায়ণ৷ লকডাউনে তিনি দেখেন, একদিকে শিশুদের স্কুলে যাওয়ার ছেদ পড়েছে৷ তেমনই অভিভাবকেরাও কাজে যেতে পারছেন না৷ ৩৫ বছরের দীপনারায়ণ তাদের নিয়ে করোনা বিধি মেনে রাস্তার উপরেই ক্লাস শুরু করেন৷ দেড় বছর ধরে শুধু খুদে শিক্ষার্থীরা নয়, তাদের মায়েরাও সপ্তাহে একদিন লেখাপড়া শেখেন৷ এক্ষেত্রে খুদেরাই দেয় মায়েদের পাঠ৷ এভাবেই চতুর্থ শ্রেণির নমিতা বাগচি বা বৈশাখী মারান্ডি হয়ে উঠেছে তাদের মায়ের শিক্ষক৷ বৈশাখীর হাত ধরে তার মা বছর বিয়াল্লিশের বুধনি মারান্ডি শিখে ফেলেছেন নাম-সই৷

আগে প্রতিটা পাড়াতেই বসত রাস্তার মাস্টারের শিক্ষাবান্ধব ক্লাস৷ এখন ১১টি কেন্দ্রে হয় পাঠদান৷ ইতিমধ্যে ‘রাস্তার মাস্টার’ শুরু করেছেন ভ্রাম্যমাণ পাঠাগার৷ প্রান্তিক হওয়ার জন্য রেফারেন্স বই পায় না অনেকে। সেজন্য ছাত্রছাত্রীদের সহযোগিতায় গ্রন্থাগারের সুবিধা পৌঁছে দিচ্ছেন রাস্তার পড়ুয়াদের কাছে৷ নিজস্ব ল্যাপটপ আর একটা মাইক্রোস্কোপ হাতিয়ার করে আদিবাসী সমাজের কুসংস্কার দূর করতেও চলে রাস্তার মাস্টারের অভিযান! করোনা টিকা হোক বা ম্যালেরিয়া সচেতনতা— শিক্ষকের কাছ থেকে আদিবাসীরা পাচ্ছেন নয়া দিশা৷ দীপনারায়ণ নিজের বিয়েতে আটটি অনাথ শিশুর সারা জীবনের দায়িত্ব নিয়েছেন৷ টানা কাজ করার সুবাদে এখন ‘রাস্তার মাস্টারকে’ চেনেন অনেকেই৷ অনেকে তাঁকে বিকল্প শিক্ষায় সাহায্য করতে এগিয়ে আসছেন৷ 'রাস্তার মাস্টারও' চাইছেন, তাঁর বিকল্প শিক্ষার প্রকল্প ছড়িয়ে পড়ুক অন্য জেলাতেও৷ ‘রাস্তার মাস্টার’ আপাতত একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে চান৷ শিক্ষাবিদ পবিত্র সরকার রাস্তার মাস্টারের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই চেষ্টাটাকে সকলের অনুকরণ করা উচিত৷ সমাজে যারা বঞ্চিত, তাদের প্রতি কর্তব্য পালনে তিনি এগিয়ে এসেছেন সবরকম ঝুঁকি নিয়ে৷ এই কাজ মানবজাতির কাছে দৃষ্টান্ত হওয়া উচিত বলেই মনে করি৷'

আস্তে আস্তে সব ক্লাসের জন্যই স্কুল খোলা হবে৷ তাহলে কীভাবে চলবে ‘রাস্তার মাস্টারের’ কর্মকাণ্ড? রাস্তার মাস্টার বলেন, ‘যাদের কাছে শিক্ষার উপকরণ নেই, তাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়া আমার মুখ্য ফোকাস৷ প্রথম প্রজন্মের পড়ুয়া এরা৷ বাড়িতে বাবা-মায়েরাও পড়া বুঝিয়ে দিতে পারেন না, টিউশনি নেওয়ার সামর্থ্য নেই৷ স্কুল খুলে গেলে এই সমস্যা মিটবে না৷ তাই স্কুলের পাশাপাশি এই কার্যক্রম চলবে৷ স্কুলের সময়ে আর ক্লাস করা যাবে না৷ তখন অন্য সময়ে করতে হবে৷’

(বিশেষ দ্রষ্টব্য : প্রতিবেদনটি ডয়চে ভেলে থেকে নেওয়া হয়েছে। সেই প্রতিবেদনই তুলে ধরা হয়েছে। হিন্দুস্তান টাইমস বাংলার কোনও প্রতিনিধি এই প্রতিবেদন লেখেননি।)

বাংলার মুখ খবর

Latest News

সামান্থাকে ডিভোর্স! বিয়ের ৫ মাসে বাবা-মা হতে চলেছেন নাগা ও শোভিতা? ভারতে সন্ত্রাসী হামলার ছক কষা পাকিস্তান পুড়ছে বালোচ বিদ্রোহের আগুনে সত্যজিৎ রায়ের জন্মদিনে প্রকাশ্যে এল ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’-এর পোস্টার! বাংলাদেশকে পিছনে ফেলল আয়ারল্যান্ড! Women's Cricket T20I Rankings প্রকাশ করল ICC ‘সকলের পেটে লাথি মারলে কীভাবে চলবে?’ রুফটপ রেস্তোরাঁ কি বন্ধ করতে পারবে পুরনিগম? প্রখর রোদে প্র‌্যাকটিক্যাল পরীক্ষায় অসুস্থ পরীক্ষার্থীরা, হোমিওপ্যাথি কলেজ তপ্ত পহেলগাঁও হামলার পরিণতি, Asia Cup থেকেও ঘাড় ধাক্কা খেতে পারে পাকিস্তান- গাভাসকর শিক্ষাকে বেসরকারীকরণের অপচেষ্টায় লিপ্ত কেন্দ্র–রাজ্যের সরকার, আন্দোলনে এসএফআই কূটনৈতিক প্রত্যাঘাতের শেষ পেরেক পাকিস্তানের কফিনে? আরও এক বড় ঘোষণা দিল্লির ঘাড় ও বাহুমূলের কালোভাব দূর হবে নিমেষে! তেঁতুলের এই প্যাকের অশেষ গুণ

Latest bengal News in Bangla

‘সকলের পেটে লাথি মারলে কীভাবে চলবে?’ রুফটপ রেস্তোরাঁ কি বন্ধ করতে পারবে পুরনিগম? প্রখর রোদে প্র‌্যাকটিক্যাল পরীক্ষায় অসুস্থ পরীক্ষার্থীরা, হোমিওপ্যাথি কলেজ তপ্ত শিক্ষাকে বেসরকারীকরণের অপচেষ্টায় লিপ্ত কেন্দ্র–রাজ্যের সরকার, আন্দোলনে এসএফআই মাধ্যমিকে সফল হয়ে অভিনব উদ্যোগ, রাস্তার ধারে গাছ লাগাল জলপাইগুড়ির ছাত্রীরা পকসো আইন মেনে ডাক্তারি পরীক্ষা করাতে হবে নির্যাতিতদের, নির্দেশ স্বাস্থ্য ভবনের নিকাশি ও জঞ্জাল ব্যবস্থাপনায় কর্পোরেট সংস্থা, ঝাঁ–চকচকের উদ্যোগ নিল রাজ্য সরকার ইনজেকশনের পরেই সাগর দত্ত হাসপাতালে মৃত্যু প্রসূতির! অসুস্থ ১০, তদন্তের নির্দেশ নিজের কর্মসূচি নিজেই তৈরি করি,দল ও RSSএর বয়কটের সিদ্ধান্তকে থোড়াই কেয়ার দিলীপের বিজেপির গৃহযুদ্ধ পরিস্থিতিতে প্রকাশ্যে এল কোন্দল, দিলীপ ইস্যুতে বিভক্ত পদ্ম দিঘি গেরুয়াশিবিরে একঘরে ঘোষবাবু? দিলীপকে অঘোষিত বয়কটের সিদ্ধান্ত নিল RSS-BJP?

IPL 2025 News in Bangla

আইপিএল ২০২৫ জিতবে কারা? সুনীল গাভাসকর জানালেন সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নাম পরবর্তী ৪টি ম্যাচে KKR-র কৌশল কী হবে? RR-এর বিরুদ্ধে নামার আগে কী বললেন রাহানে? বৈভব প্রসঙ্গে BCCI-কে সতর্ক করলেন চ্যাপেল! সচিন-কাম্বলি-পৃথ্বীর উদাহরণ টানলেন ধোনি-কোহলির লড়াইয়ে নাক গলাবে বৃষ্টি! RCB-র ১৬ পয়েন্ট ছোঁয়ার স্বপ্ন সফল হবে না? ওর প্রতিভা দেখে আমি অভিভূত: কার কথা বললেন বাটলার? কোন ভারতীয় জিতলেন তারকার মন? আমি নিজেও দোষী… GT-র বিরুদ্ধে হারের কারণ কী? কী বললেন SRH ক্যাপ্টেন কামিন্স? ৩২ মিটার দৌড়ে স্লাইডিং ডাইভে দুরন্ত ক্যাচ, ২০২৩-এ এমন ক্যাচ ধরেই সেরা হন রশিদ ব্যর্থ অভিষেকের পালটা লড়াই, SRH-কে খাদের কিনারায় ঠেলে প্লে-অফের আরও কাছে গিলরা বিতর্কিত রান-আউটে ক্ষুব্ধ গিল, রিজার্ভ আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়লেন GT দলনায়ক 4,0,4,4,4,4- শামি কি ক্লাব পর্যায়ের বোলার? ২-১টি নয়,ওভারে ৫টি চার মারলেন সুদর্শন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
LOGO__betvisa_200x200

Betvisa

star star star star star 4.9/

6,000.000+downloads/Free/Bengali/Version2.3.4

6.88% Weekly Cashback on 2025 IPL Sports

  • 3% Unlimited Deposit Bonus
  • 1.2% Cash Rebate on Live Casino
  • ৳3000 Daily Reload Bonus on Slots & Fishing
bKash bank OK Wallet upay
PLAY NOW
Free Bonus
Download For
android