আশা ও ICDS কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আন্দোলনের জয় বলছে ইউনিয়ন
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 11:15 AM ISTChiranjib Paul
ফেসবুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল।
স্বাস্থ্যভবনে আশাকর্মীদের সমাবেশ
মঙ্গলবার রাতে ফেসবুক পোস্ট দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বুধবার সকাল দশটায় বড় ঘোষণা করবেন তিনি। সেইমতো সকাল ১০টা ফেসবুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আশাকর্মী এবং আইসিডিএস কর্মীদের ৭৫০ টাকা করে বেতন বৃদ্ধি করা হবে। এছাড়া আইসিডিএস সহকারীদের বেতন ৫০০ টাকা করে বৃদ্ধি করা হল। এই বেতন বৃদ্ধিকে সাত বছর ধরে লাগাতার আন্দোলনের জয় বলে জানালেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে তিনি হিন্দুস্তান টাইমস বাংলাকে বলেন, ‘এই বেতন বৃদ্ধি খুবই সামান্য। আমরা গত সাত বছর ধরে আন্দোলন করছি। এই বৃদ্ধি খুবই সামান্য। লাগাতার আন্দোলনের ফলে মুখ্যমন্ত্রী বেতন বাড়াতে বাধ্য হলেন।’
তিনি জানান মঙ্গলবারই আশাকর্মী ইউনিয়নদের সঙ্গে একটি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকে বেতন বৃদ্ধির দাবি জানান তাঁরা। শুধু তাই নয় আশা ও আইসিডিএস কর্মীদের নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কাজও তাদের দিয়ে করিয়ে নেওয়া হয়। তার বদলে তাঁরা বাড়তি কোনও টাকা পান না। বৈঠকে এই বাড়তি কাজ দেওয়া বন্ধেরও দাবি জানান কর্মীরা। আধিকারিকরা আশ্বাস দেন, আগামী দিনে তাঁদের নির্দিষ্ট কাজের বাইরে বাড়তি কোনও কাজ দেওয়া হবে না। নবান্নে প্রায় ২ ঘণ্টা ধরে চলে আলোচনা।