আসানসোলে হোটেল ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় তদন্তভার নিল সিআইডি। আজ শনিবার সিআইডি’র এক প্রতিনিধিদল আসানসোলের মিরা হোটেলে এসে পৌঁছল তদন্ত করতে। পুলিশ লাইনের পাশেই হোটেলে ঢুকে মালিককে পরপর গুলি করে খুন করা হয়। আর ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অধরা দুই দুষ্কৃতী। খুনের পর দুষ্কৃতীরা ভিনরাজ্যে পালিয়ে যেতে পারে বলে সন্দেহ পুলিশের। তাই ঝাড়খণ্ড সীমানায় চলছে ব্যাপক নাকা তল্লাশি।
শুক্রবার ভরসন্ধ্যায় আসানসোলের জনবহুল এলাকায় এক হোটেলে ঢুকে মালিককে গুলি করে খুন করে দুই দুষ্কৃতী। নিহতের নাম অরবিন্দ ভগৎ। পেশায় ব্যবসায়ী। তাঁর গায়ে চারটি গুলি লাগে। শুক্রবার আসানসোল দক্ষিণ থানার ভগৎ সিং মোড়ের অদূরে অবস্থিত ওই বিলাসবহুল হোটেলটি। ঘটনাস্থল থেকে আনুমানিক ১০০ মিটার দূরত্বে রয়েছে পুলিশ ফাঁড়ি এবং রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়ি। সেখানে এমন ঘটনা কী করে ঘটল? তদন্ত করছে সিআইডি।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, নিজের হোটেলেই রিসেপশনের সামনে বসেছিলেন অরবিন্দবাবু। হঠাৎ দুই দুষ্কৃতী সেখানে ঢুকে তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। তার জেরে ঝাঁঝরা হয়ে যায় হোটেল মালিকের শরীর। তাঁর পেটে দু’টি, বুকে ও কাঁধে একটি করে বুলেটের ক্ষত পাওয়া গিয়েছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে হোটেল মালিককে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল সেটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পরিষ্কার। যদিও শেষমেশ তাঁকে বাঁচানো যায়নি।